হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের ভারতের পুশ ইন করার ঘটনার পরিপ্রেক্ষিতে এমন অবস্থান নিয়েছে বিজিবি। প্রায় ১০৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত এলাকায় এখনো কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। আজ শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় প্রতিটি বর্ডার আউট পোস্টে (বিওপি) টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজনদের চলাচলের ওপরও কঠোর নজরদারি চলছে।
তানজিলুর রহমান বলেন, ‘আমরা যেকোনো ধরনের পুশ ইন প্রতিরোধে প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিতভাবে সচেতনতামূলক সভা ও প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতায় ২৪ ঘণ্টা নজরদারির মাধ্যমে যেকোনো সন্দেহজনক অনুপ্রবেশ তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, মে মাসের শুরুতে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের পাঁচটি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে লোকজনকে পুশ ইন করার ঘটনা ঘটেছে। তবে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের কড়া নজরদারির কারণে হবিগঞ্জে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
সীমান্তে এই সতর্ক অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের ভারতের পুশ ইন করার ঘটনার পরিপ্রেক্ষিতে এমন অবস্থান নিয়েছে বিজিবি। প্রায় ১০৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত এলাকায় এখনো কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। আজ শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় প্রতিটি বর্ডার আউট পোস্টে (বিওপি) টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজনদের চলাচলের ওপরও কঠোর নজরদারি চলছে।
তানজিলুর রহমান বলেন, ‘আমরা যেকোনো ধরনের পুশ ইন প্রতিরোধে প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিতভাবে সচেতনতামূলক সভা ও প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতায় ২৪ ঘণ্টা নজরদারির মাধ্যমে যেকোনো সন্দেহজনক অনুপ্রবেশ তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, মে মাসের শুরুতে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের পাঁচটি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে লোকজনকে পুশ ইন করার ঘটনা ঘটেছে। তবে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের কড়া নজরদারির কারণে হবিগঞ্জে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
সীমান্তে এই সতর্ক অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো কিছু হতে দেব না। বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। মাথা ঠান্ডা রেখে-সজাগ থেকে আমাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। শনিবার (১০ মে) বিকেলে নগরের টাইগারপাস মোড় সংলগ্ন পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে প্
৪ মিনিট আগেআ.লীগ নিষিদ্ধের বিষয়টি দেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের ঐক্য দরকার।’
১০ মিনিট আগেনাটোরের লালপুরে পর্নোগ্রাফি মামলায় নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) পদে কর্মরত মো. শাফিউদৌলাকে (৩৮) গ্রেপ্তার করেছে লালপুর থানার পুলিশ। আজ শনিবার (১০ মে) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার পরিদর্শক (তদন্ত)
১৮ মিনিট আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে আগামী বুধবার। ওই দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে।
২২ মিনিট আগে