Ajker Patrika

টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোর-কিশোরীর ‘আত্মহত্যা’

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ১৫: ১২
টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোর-কিশোরীর ‘আত্মহত্যা’

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনে একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। রেলওয়ে পুলিশের ধারণা, পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে। 

আজ বুধবার ভোরে উপজেলার কাশিল ইউনিয়নের ট্রেনলাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলো টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া (১৭) এবং একই উপজেলার হুগড়া ইউনিয়নের মৈলানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার (১৫)। তারা দুজনই ভাতকুড়া এলাকায় আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে শ্রমিকের কাজ করত। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, হাবিল ও রিতা আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে একত্রে শ্রমিকের কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা দুজনে কর্মস্থল থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। বুধবার ভোরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার জোড়বাড়ী এলাকায় ট্রেনে কাটা পরে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। 

জোড়বাড়ী লেভেল ক্রসিংয়ের গেটকিপার সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ নিয়ে গেছে।’ 

ঘারিন্দা রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, প্রেমঘঠিত কারণে তারা আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত