Ajker Patrika

বাবার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরী

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১১: ০৮
বাবার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরী

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৪ বছর বয়সী কিশোরী তার বাবার বন্ধু মো. বিল্লাল মিয়ার (৪৫) ধর্ষণের শিকারে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার রামদী ইউনিয়নের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিল্লাল রামদী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। 

অন্তঃসত্ত্বা কিশোরী বলে, ‘বাবার পরিচয়ে বিল্লাল মিয়া প্রায়ই আমাদের বাড়িতে আসত। একদিন আমার জ্বর থাকায় ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার সৎমা ছোট বোনকে আনতে পাশের গ্রামে খালার বাড়ি গিয়েছিল। আর বাবা তখন ঢাকায় ছিলেন। এই সুযোগে বিল্লাল মিয়া ঘরে ঢুকে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার চার-পাঁচ মাস পর আমার শারীরিক সমস্যার জন্য মেডিকেল টেস্ট করালে জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হলে আমাকে মেরে ফেলবে বলে এত দিন কাউকে কিছু জানাইনি।’ 

কিশোরীর বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। ঘটনা জানার পর স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে জানিয়েছি। কিন্তু এ মেয়েকে নিয়ে এখন কার কাছে যাব, কী করব?’ 

স্থানীয় চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন, ‘ঘটনা শুনে কিশোরীর বাবাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। 

অভিযুক্ত বিল্লাল মিয়া বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।’ 

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত