Ajker Patrika

গণমাধ্যম জনগণের কথা বলে না: গীতি আরা নাসরীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৯: ৫৭
Thumbnail image

দেশের প্রচলিত গণমাধ্যম জনগণের কথা বলে না মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেছেন, ‘গণমাধ্যম হচ্ছে জনগণের মাধ্যম। কিন্তু গণমাধ্যম জনগণের কথা বলে না। এখানে আমাদের সংস্কার দরকার, গণমাধ্যম কীভাবে জনগণের কথা বলবে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ভরসা ফিরুক গণমাধ্যমে। কোন সংস্কারে স্বাধীন হবে মিডিয়া?’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করে ভয়েস ফর রিফর্ম।

অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ‘গণমাধ্যমকে সংখ্যায় অনেক বাড়তে দেখেছি। তবে গণমাধ্যম হারিয়েছে বিশ্বাসযোগ্যতা ও পাঠক। এখন গণমাধ্যম নিজেই সংস্কার চাচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি সংস্কার করতে হবে।’

গণমাধ্যমকে সাধারণ মানুষ নিজের মনে করে না জানিয়ে তিনি বলেন, মাত্র দুই মাস আগে (ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের সময়) মানুষ দেয়ালে নিজের মতপ্রকাশ করতে শুরু করে। মানুষের কথা বলার সক্ষমতা আছে, তা এত দিন মিডিয়ায় দেখতে পাইনি। এসব গণমাধ্যমে প্রকাশের কথা ছিল। কোথায় বাধা ছিল। কোন শৃঙ্খলগুলো এত দিন আটকে রেখেছিল, যা মানুষকে প্রকাশ করতে দেয়নি। ফলে মিডিয়াকে পাঠক নিজের মনে করে না। শেরপুরে বন্যা কিন্তু মিডিয়া দেখাচ্ছে ঢাকায় কী হচ্ছে। মিডিয়াকে কেন সাধারণ মানুষ নিজের মনে করবে?  

সংলাপে আরও অংশ নেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, সাংবাদিক ও কলামিস্ট কামাল আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত