Ajker Patrika

উইঘুর মুসলিমদের ‘ক্ষুদ্র’ অংশ সন্ত্রাসের জন্য অভিযুক্ত: চীনা রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৩: ৩৬
উইঘুর মুসলিমদের ‘ক্ষুদ্র’ অংশ সন্ত্রাসের জন্য অভিযুক্ত: চীনা রাষ্ট্রদূত

চীনের উইঘুরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। 

রাষ্ট্রদূত লি জিমিং আজ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এই দাবি করেন। ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। 

রাষ্ট্রদূত বলেন, ‘ধর্মীয় ও নৃতাত্ত্বিক কারণে চীনে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চীনে প্রায় ২৫ লাখ মুসলিম আছেন। এর মধ্যে অল্প কিছু লোক সন্ত্রাসের দায়ে অভিযুক্ত।’ 

উইঘুরের কয়েক ব্যক্তি কুনমিং রেলস্টেশনে ছুরি নিয়ে আক্রমণ করে কয়েক ব্যক্তিকে খুন করেছে—এমন উদাহরণ দিয়ে তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

উইঘুর মুসলিমদের নিপীড়নের যে প্রচারণা আছে, তার জন্য রাষ্ট্রদূত পশ্চিমা গণমাধ্যমকে অভিযুক্ত করেন। 

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন বক্তব্য রাখেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত