Ajker Patrika

বিন ইয়ামিনকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র ও যুব অধিকারের বিক্ষোভ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০: ১৭
বিন ইয়ামিনকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র ও যুব অধিকারের বিক্ষোভ 

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ হয়।  

বিক্ষোভ কর্মসূচিতে নেতারা বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে এ পর্যন্ত কোনো অত্যাচারী সরকার টিকে থাকতে পারেনি। বিন ইয়ামিন মোল্লা ছাত্রদের নিয়ে ঐক্য গড়ে তুলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সে কারণেই তাঁকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় পুলিশ। তবে গ্রেপ্তার আর জেলে ভরে এই সরকারের পতন ঠেকানো যাবে না। 

বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদের জেলার যুগ্ম সম্পাদক রিফাত ভূঁইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আরিয়ান রিপন। প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান। নেতারা বলেন, এখন পর্যন্ত ভিপি নুরের ওপর ২৫ বার হামলা চালানো হয়েছে। এসব হামলার বিচার চাইবেন না। অবৈধ সরকারের কাছে কোনো বিচার চাওয়ার নেই। যখন নির্বাচিত সরকার আসবে, তখন দোষীদের আইনের আওতায় আনা হবে। 

কর্মসূচিতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আক্তার হোসেন, জেলা যুব অধিকারের সাবেক সদস্যসচিব শাহরিয়ার তানভীর, জেলা ছাত্র অধিকারের জ্যেষ্ঠ সহসভাপতি মহিবুল্লাহ প্রধান, মহানগর ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। 

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি এলাকায় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে বিন ইয়ামিনকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত