শিপুল ইসলাম, রংপুর
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে যখন অধিকাংশ মানুষ সরকারি কিংবা করপোরেট চাকরির পেছনে ছুটছেন, তখন মাসুদুর রহমান (৩৫) বেছে নিয়েছেন একেবারে ভিন্ন পথ। ইসলামিক স্টাডিজে মাস্টার্স করে শিক্ষকতা ও গবেষণার স্বপ্ন থাকলেও বাস্তবতা তাঁকে দাঁড় করায় ভিন্ন এক চৌরাস্তায়। আর সেখান থেকেই যাত্রা শুরু করে আজ তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার খেজমতপুর গ্রামের একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
অঞ্চলে ২৫ জাতের আঙুর চাষ করে যেমন সাড়া ফেলেছেন, তেমনি বাড়ির ছাদে গড়ে তুলেছেন বারোমাসি ফলের বাগান, যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই।
আঙুর বাগানে সাফল্যের সুবাস
সম্প্রতি মাসুদুরের বাগানে গিয়ে দেখা যায়, বাঁশ ও সুতা দিয়ে তৈরি মাচায় থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের আঙুর। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে কোথাও লম্বাটে, কোথাও গোল কিংবা হালকা রঙিন আঙুর—দেখে মন জুড়িয়ে যায়।
মাসুদুর বলেন, ‘প্রথমে ভয় ছিল—বিদেশি জাতের আঙুর খেয়ে মানুষ কেমন প্রতিক্রিয়া দেবে। কিন্তু এখন সবাই বলছে, দারুণ মিষ্টি।’
মাত্র ১০ শতাংশ জমিতে তিনি রাশিয়া, ইতালি ও ভারতের বিভিন্ন জাতের আঙুরের চারা রোপণ করেছেন। এখন পর্যন্ত ৫০টির মতো গাছে ফল ধরেছে। ইতিমধ্যে তিন মণ আঙুর বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় ৬০ হাজার টাকা। খরচ হয়েছে মাত্র ৩৫ হাজার।
ছাদে ফলের রাজ্য, জমিতে সাথি ফসল
শুধু নিচের জমি নয়, মাসুদুরের ১ হাজার ২০০ বর্গফুট ছাদজুড়ে রয়েছে থাই কমলা, ড্রাগন, জামরুল, শরিফা, আমড়া, আনারসহ ১০ জাতের বিদেশি ফলের বাগান। এ ছাড়া বাড়ির পাশের ১৭ শতাংশ জমিতে আরও ১৫ জাতের ফলের চাষ করছেন। সাথি ফসল হিসেবে সেখানে আদা চাষ করে এবারই তিনি পেয়েছেন ৮০ হাজার টাকা। পাশাপাশি চার একর জমিতে চাষ করছেন আলু ও কচুমুখী। শুধু কচুমুখী থেকেই গত বছর আয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
নিঃস্বার্থভাবে চারা বিতরণ
সাফল্যে থেমে থাকেননি মাসুদুর। এলাকার প্রতিটি বাড়িতে একটি করে মিষ্টি জাতের আঙুরগাছ থাকুক—এই স্বপ্নে তিনি বিতরণ করছেন বিনা মূল্যে চারা।
‘আমি চাই দেশের প্রতিটি বাড়িতে একটি করে মিষ্টি জাতের আঙুরগাছ থাকুক। যারা আগ্রহী, তাদের আমি চারা দিয়ে সহায়তা করছি।’ বলেন তিনি।
অনুপ্রেরণার বাতিঘর
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, ‘উচ্চশিক্ষিত এক ব্যক্তি কৃষিকে পেশা হিসেবে নিয়ে বিদেশি ফল চাষ করছেন—এটা শুধু দৃষ্টান্তই নয়, অনুপ্রেরণাও। তাঁর বাগানের আঙুর দেখে বোঝার উপায় নেই এগুলো বিদেশি জাত।’
মাসুদুর বলেন, ‘শিক্ষক হতে পারিনি, তবে কৃষিকে আমি গবেষণার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি। এখানে আমি নতুন কিছু করছি, শিখছি এবং অন্যদের শেখাচ্ছি।’
স্বপ্ন ছড়াতে চান দেশের তরুণদের মাঝে
প্রতিদিন তাঁর বাগানে শত শত মানুষ আসছেন, উৎসাহ নিচ্ছেন। মিঠাপুকুরের জায়গীর এলাকার শিক্ষিত তরুণ হেদায়েতুল ইসলাম বলেন, ‘মাসুদুর ভাই প্রমাণ করেছেন চাকরি না করেও সফল হওয়া যায়—যদি সাহস, নিষ্ঠা আর অদম্য আগ্রহ থাকে।’
মাসুদুর রহমান বলেন, ‘মাটির সঙ্গে প্রেম করলেই জীবন বদলায়। এই যাত্রা তখনই সফল হবে, যদি দেশের আরও তরুণ কৃষির দিকে ফিরে তাকায়।’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে যখন অধিকাংশ মানুষ সরকারি কিংবা করপোরেট চাকরির পেছনে ছুটছেন, তখন মাসুদুর রহমান (৩৫) বেছে নিয়েছেন একেবারে ভিন্ন পথ। ইসলামিক স্টাডিজে মাস্টার্স করে শিক্ষকতা ও গবেষণার স্বপ্ন থাকলেও বাস্তবতা তাঁকে দাঁড় করায় ভিন্ন এক চৌরাস্তায়। আর সেখান থেকেই যাত্রা শুরু করে আজ তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার খেজমতপুর গ্রামের একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
অঞ্চলে ২৫ জাতের আঙুর চাষ করে যেমন সাড়া ফেলেছেন, তেমনি বাড়ির ছাদে গড়ে তুলেছেন বারোমাসি ফলের বাগান, যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই।
আঙুর বাগানে সাফল্যের সুবাস
সম্প্রতি মাসুদুরের বাগানে গিয়ে দেখা যায়, বাঁশ ও সুতা দিয়ে তৈরি মাচায় থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের আঙুর। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে কোথাও লম্বাটে, কোথাও গোল কিংবা হালকা রঙিন আঙুর—দেখে মন জুড়িয়ে যায়।
মাসুদুর বলেন, ‘প্রথমে ভয় ছিল—বিদেশি জাতের আঙুর খেয়ে মানুষ কেমন প্রতিক্রিয়া দেবে। কিন্তু এখন সবাই বলছে, দারুণ মিষ্টি।’
মাত্র ১০ শতাংশ জমিতে তিনি রাশিয়া, ইতালি ও ভারতের বিভিন্ন জাতের আঙুরের চারা রোপণ করেছেন। এখন পর্যন্ত ৫০টির মতো গাছে ফল ধরেছে। ইতিমধ্যে তিন মণ আঙুর বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় ৬০ হাজার টাকা। খরচ হয়েছে মাত্র ৩৫ হাজার।
ছাদে ফলের রাজ্য, জমিতে সাথি ফসল
শুধু নিচের জমি নয়, মাসুদুরের ১ হাজার ২০০ বর্গফুট ছাদজুড়ে রয়েছে থাই কমলা, ড্রাগন, জামরুল, শরিফা, আমড়া, আনারসহ ১০ জাতের বিদেশি ফলের বাগান। এ ছাড়া বাড়ির পাশের ১৭ শতাংশ জমিতে আরও ১৫ জাতের ফলের চাষ করছেন। সাথি ফসল হিসেবে সেখানে আদা চাষ করে এবারই তিনি পেয়েছেন ৮০ হাজার টাকা। পাশাপাশি চার একর জমিতে চাষ করছেন আলু ও কচুমুখী। শুধু কচুমুখী থেকেই গত বছর আয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
নিঃস্বার্থভাবে চারা বিতরণ
সাফল্যে থেমে থাকেননি মাসুদুর। এলাকার প্রতিটি বাড়িতে একটি করে মিষ্টি জাতের আঙুরগাছ থাকুক—এই স্বপ্নে তিনি বিতরণ করছেন বিনা মূল্যে চারা।
‘আমি চাই দেশের প্রতিটি বাড়িতে একটি করে মিষ্টি জাতের আঙুরগাছ থাকুক। যারা আগ্রহী, তাদের আমি চারা দিয়ে সহায়তা করছি।’ বলেন তিনি।
অনুপ্রেরণার বাতিঘর
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, ‘উচ্চশিক্ষিত এক ব্যক্তি কৃষিকে পেশা হিসেবে নিয়ে বিদেশি ফল চাষ করছেন—এটা শুধু দৃষ্টান্তই নয়, অনুপ্রেরণাও। তাঁর বাগানের আঙুর দেখে বোঝার উপায় নেই এগুলো বিদেশি জাত।’
মাসুদুর বলেন, ‘শিক্ষক হতে পারিনি, তবে কৃষিকে আমি গবেষণার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি। এখানে আমি নতুন কিছু করছি, শিখছি এবং অন্যদের শেখাচ্ছি।’
স্বপ্ন ছড়াতে চান দেশের তরুণদের মাঝে
প্রতিদিন তাঁর বাগানে শত শত মানুষ আসছেন, উৎসাহ নিচ্ছেন। মিঠাপুকুরের জায়গীর এলাকার শিক্ষিত তরুণ হেদায়েতুল ইসলাম বলেন, ‘মাসুদুর ভাই প্রমাণ করেছেন চাকরি না করেও সফল হওয়া যায়—যদি সাহস, নিষ্ঠা আর অদম্য আগ্রহ থাকে।’
মাসুদুর রহমান বলেন, ‘মাটির সঙ্গে প্রেম করলেই জীবন বদলায়। এই যাত্রা তখনই সফল হবে, যদি দেশের আরও তরুণ কৃষির দিকে ফিরে তাকায়।’
পুলিশ জানায়, একসময় একটি ইটভাটায় কাজ করার সময় আকলিমা ও আব্দুর রহিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ হয়ে গেলে আব্দুর রহিম নিজ এলাকায় ফিরে যান। সেখানে তাঁর আরও এক স্ত্রী রয়েছে। প্রায় ছয়-সাত মাস ধরে আকলিমার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন রহিম।
৩ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সড়কে গাছ ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের অদূরে সুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেনাটোরের সিংড়ায় ভ্যানচালক মো. জিহাদ (২০) নামের এক যুবককে খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই এর রহস্য উন্মোচন করেছে র্যাব-৫। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত এবং ছিনতাই হওয়া ভ্যান। র্যাবের হাতে গ্রেপ্তার দুজন হলেন নাটোরের সিংড়া
৫ মিনিট আগেরাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেও অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ শনিবার (২ আগস্ট) সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের এ তথ্য জানান ফায়ার
১২ মিনিট আগে