Ajker Patrika

দক্ষ মানবসম্পদ দেশকে উন্নত দেশে পরিণত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষ মানবসম্পদ দেশকে উন্নত দেশে পরিণত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব অ্যাভিয়েশনের (সাইকা) ২য় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বে সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। আমাদের দেশে হয়তো প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু মানব সম্পদ রয়েছে। দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষ কর্মক্ষম। আমাদের দক্ষ মানবসম্পদ দরকার। দক্ষতা যত বৃদ্ধি করতে পারব ততই উন্নত বাংলাদেশে পরিণত হওয়ার রাস্তা মসৃণ হবে।’ 

উন্নত দেশ গড়তে তরুণ সমাজই ভরসা জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তরুণদের যে স্বপ্ন তাতে অবশ্যই তাদের সফল হতে হবে। শিক্ষা-দীক্ষাসহ সবকিছুতেই তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের সক্ষমতার ওপর তাদের ভরসা থাকতে হবে। আমাদের যেন বাইরে থেকে পরামর্শক, ডাক্তার না আনতে হয়। আমাদের সবকিছুতেই সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।’ 

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ফলে সব দিকের সম্ভাবনার দ্বার খুলে গেছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘নারীরা সক্ষমতায়, দক্ষতায় কতটা এগিয়ে যাচ্ছে তা এখন সবাই টের পাচ্ছে। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। বিশ্বের অনেক দেশে সামাজিক নিরাপত্তার জন্য অনেক ব্যয় করে, আমরাও সেদিকে পিছিয়ে নেই।’ 

সমাবর্তন অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘বিশ্বায়নের যুগে শিক্ষার্থীরা দেশ, সমাজ ও জাতির জন্য কাজ করবে এটাই প্রত্যাশা। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।’ 

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা আক্তার খানম, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামালসহ প্রমুখ। অতিথিদের বক্তব্য শেষে তাদের ক্রেস্ট প্রদান ও শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত