Ajker Patrika

খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় সিএনজি আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় সিএনজি আরোহী নিহত

রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী ব্রিজের ঢালে তেলের লরির ধাক্কায় সিএনজি অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। তাঁর সঙ্গে থাকা এনআইডি কার্ড থেকে তাঁর নাম খলিলুর রহমান মজুমদার (৩১) বলে জানা গেছে। এই ঘটনায় সিএনজি অটোরিকশার চালক মো. আমির হোসেন (৩২) আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টায় খলিলুরকে মৃত ঘোষণা করেন। 

আহত আমির হোসেন জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থেকে খলিলুর রহমান নামে ওই ব্যক্তিকে তাঁর সিএনজিতে করে উত্তরায় নিয়ে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী ব্রিজের ঢালে সামনের দিক থেকে আসা একটি তেলের লরি তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনই আহত হন। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আলাউল হক জানান, দুর্ঘটনার পরপরই তেলের লরিটি জব্দ করা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছে। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সিএনজি আরোহী মারা যান। আহত সিএনজির চালকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। 

আলাউল হক আরও জানান, মৃত ব্যক্তির সঙ্গে থাকা মানিব্যাগে এনআইডি কার্ডসহ বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা থেকে জানা গেছে নিহতের নাম খলিলুর রহমান মজুমদার। তাঁর বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার গোমকোট গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম মজুমদার। 

এসআই আরও জানান, মৃত ব্যক্তির সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটির একটি আইডি কার্ডও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি ওই ইউনিভার্সিটিতে এমবিএ করছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। স্বজনরা আসলে আরও বিস্তারিত জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত