Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে ২ বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ১৯
রাজধানীর যাত্রাবাড়ীতে ২ বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী বাস কাউন্টারে দুই বাসের চাপায় রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বনফুল বাস কাউন্টারে ম্যানেজার ছিলেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নাসিরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. সুমন খান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা যাত্রাবাড়ীর বনফুল বাস কাউন্টারের চাকরি করেন। নাসির বাস কাউন্টারের ম্যানেজার ছিল। বিকেলে একটি বাসে যাত্রী ওঠানোর সময় বাসটি কাউন্টার থেকে বের হচ্ছিল। তখন সেতু ডিলাক্স পরিবহনের আরেকটি বাস কাউন্টারে ঢুকছিল। তখন দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন নাসির। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নাসিরের ছোট বোন জামাই ইস্রাফিল আলম বলেন, তাঁদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার দহরপাড় গ্রামে। তাঁরা একসঙ্গে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় থাকেন। বাবার নাম মৃত নাজেম আলী হাওলাদার। দুই ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। ১৮ হাজার টাকা মাসিক বেতনে বনফুল বাস কাউন্টার ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত