গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সুপার বোর্ড কারখানার আগুন ৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং দুটি জাহাজ। আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত কারখানায় আগুন জ্বলতে দেখা গেছে।
আগুনের কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান।
এদিকে আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিক ও স্থানীয় সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মাহিম (৩৫), শরিফুল ইসলাম (৩০) মো. হিরণ (৩২) ও নাহিদ (৩৯)। তাঁদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, সুপার বোর্ড নামের এই কারখানাটি প্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে ওই গোডাউন রাখে। আজ দুপুরে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পরে। এতে নদী তীরে নোঙর করা পাটখড়ি বোঝাই ট্রলারে আগুন লেগে যায়। ২০১৩ সালে এই কারখানায় লাগা আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছিল পাঁচ দিন।
আগুন লাগারে খবরে প্রাথমিক পর্যায়ে দুটি ইউনিট কাজ করলে পরবর্তী সময়ে মোট ১২ ইউনিট কাজ শুরু করে। পাশাপাশি দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। তবে বিকেলের দিকে বৃষ্টি হলে আগুন কিছুটা আসে।
প্রতিষ্ঠানটির কর্মী আবুল কাসেম বলেন, ‘কারখানার ভেতরে প্রচুর পরিমাণে পাট খড়ির মজুত ছিল। সকালে কাজ করেছিলাম। প্রতিষ্ঠানের একপাশে সামান্য আগুনের ফুলকি দেখা যায়। পরে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। পাটখড়িতে লাগা আগুন মুহূর্তেই সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে যায়। পরে প্রতিষ্ঠান ভেতর আমরা যারা ছিলাম, তারা নিরাপদে বেরিয়ে আসি।’
সুপার বোর্ড কোম্পানিটির পরিচালক শফিউল আতাহার তাসলিম বলেন, ‘আমরা এখনো জানতে পারি নাই কী কারণে আগুন লেগেছে। আমদের আগুন নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তা ছাড়া অফিশিয়াল ম্যান পাওয়ার আছে। আগুন নিয়ন্ত্রণে এখানে সাতটা দল আছে। সেই ম্যান পাওয়ার দিয়ে প্রথমে চেষ্টা করেছি যেন ক্ষতিটা বেশি না হয়। এ ছাড়া আমাদের ৩৫টা পানির লাইন দিয়ে কাজ করেছি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনো জানা সম্ভব হয়নি।’
ফায়ার সার্ভিসের উপপরিচালক ইউনিট ঢাকা বিভাগ মো. ছালেহ্ জানান, ‘আমরা ১টা ১১ মিনিটে খবর পাই। পরে ফায়ার স্টেশন গজারিয়া এবং আদমজী ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। তবে পর্যায়ক্রমে সোনারগাঁও, বন্দর, সিদ্দিক বাজার, ডেমরাসহ ভিন্ন স্টেশন থেকে মোট ১০টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে।’ ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নিনির্বাপণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু জানান, কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। এ ব্যাপারে একাধিকবার তাঁদের সতর্ক করা হলেও, তাঁরা বিষয়টি আমলে নেয়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও অন্তত সাতজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সুপার বোর্ড কারখানার আগুন ৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং দুটি জাহাজ। আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত কারখানায় আগুন জ্বলতে দেখা গেছে।
আগুনের কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান।
এদিকে আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিক ও স্থানীয় সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মাহিম (৩৫), শরিফুল ইসলাম (৩০) মো. হিরণ (৩২) ও নাহিদ (৩৯)। তাঁদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, সুপার বোর্ড নামের এই কারখানাটি প্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে ওই গোডাউন রাখে। আজ দুপুরে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পরে। এতে নদী তীরে নোঙর করা পাটখড়ি বোঝাই ট্রলারে আগুন লেগে যায়। ২০১৩ সালে এই কারখানায় লাগা আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছিল পাঁচ দিন।
আগুন লাগারে খবরে প্রাথমিক পর্যায়ে দুটি ইউনিট কাজ করলে পরবর্তী সময়ে মোট ১২ ইউনিট কাজ শুরু করে। পাশাপাশি দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। তবে বিকেলের দিকে বৃষ্টি হলে আগুন কিছুটা আসে।
প্রতিষ্ঠানটির কর্মী আবুল কাসেম বলেন, ‘কারখানার ভেতরে প্রচুর পরিমাণে পাট খড়ির মজুত ছিল। সকালে কাজ করেছিলাম। প্রতিষ্ঠানের একপাশে সামান্য আগুনের ফুলকি দেখা যায়। পরে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। পাটখড়িতে লাগা আগুন মুহূর্তেই সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে যায়। পরে প্রতিষ্ঠান ভেতর আমরা যারা ছিলাম, তারা নিরাপদে বেরিয়ে আসি।’
সুপার বোর্ড কোম্পানিটির পরিচালক শফিউল আতাহার তাসলিম বলেন, ‘আমরা এখনো জানতে পারি নাই কী কারণে আগুন লেগেছে। আমদের আগুন নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তা ছাড়া অফিশিয়াল ম্যান পাওয়ার আছে। আগুন নিয়ন্ত্রণে এখানে সাতটা দল আছে। সেই ম্যান পাওয়ার দিয়ে প্রথমে চেষ্টা করেছি যেন ক্ষতিটা বেশি না হয়। এ ছাড়া আমাদের ৩৫টা পানির লাইন দিয়ে কাজ করেছি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনো জানা সম্ভব হয়নি।’
ফায়ার সার্ভিসের উপপরিচালক ইউনিট ঢাকা বিভাগ মো. ছালেহ্ জানান, ‘আমরা ১টা ১১ মিনিটে খবর পাই। পরে ফায়ার স্টেশন গজারিয়া এবং আদমজী ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। তবে পর্যায়ক্রমে সোনারগাঁও, বন্দর, সিদ্দিক বাজার, ডেমরাসহ ভিন্ন স্টেশন থেকে মোট ১০টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে।’ ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নিনির্বাপণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু জানান, কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। এ ব্যাপারে একাধিকবার তাঁদের সতর্ক করা হলেও, তাঁরা বিষয়টি আমলে নেয়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও অন্তত সাতজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে