Ajker Patrika

গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে হরিরামপুরের গার্মেন্টসকর্মীরা

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে হরিরামপুরের গার্মেন্টসকর্মীরা

মানিকগঞ্জের হরিরামপুর আন্ধারমানিক এবং ঝিটকা থেকে ট্রাক, পিকআপ, অটো বাইক, টেম্পোতে করে তিনগুণ বেশি ভাড়া দিয়ে কর্মক্ষেত্রে ফিরছে গার্মেন্টসকর্মীরা। গণপরিবহন বন্ধ থাকায় কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগে পড়েছেন তাঁরা। উপজেলার চরাঞ্চলের ৩টি ইউনিয়নের গার্মেন্টসকর্মীরা ট্রলারে করে ঘাটে এসেছেন। সেখান থেকে হ্যালোবাইক, টেম্পো, অটোতে করে তিন গুন ভাড়া বেশি দিয়ে কর্মস্থলে ফিরছেন।

গার্মেন্টস কর্মীরা জানান, ভাড়া বেশি হলেও কর্মক্ষেত্রে ফিরতে হবে। গার্মেন্টসকর্মীদের জন্য হলেও কিছু পরিবহন ছাড়া উচিত।

মানিকনগর এলাকার হানিফ নামে এক যাত্রী জানান, গাজীপুরের টঙ্গীর তাজ প্যাকেজিংয়ে চাকরি করে তিনি। এক ঘণ্টা ধরে ঝিটকার হরিরামপুর মোড়ে অটো বাইক, হ্যালো বাইক ও টেম্পোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোন গাড়ি পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও ঝিটকা থেকে মানিকগঞ্জ বেউথা এলাকার ৪০ টাকার ভাড়া টেম্পো মালিক চাচ্ছেন জনপ্রতি ১৫০ করে।

রফিকুল নামের আরেক যাত্রী বলেন, কাল থেকে অফিস খোলা। তাই যেভাবেই হোক ঢাকায় যেতেই হবে। ঝিটকাতে এক ঘণ্টা ধরে বসে আছি। অটো, সিএনজি কিছুই পাচ্ছি না। দু'একটা অটো আসলেও ভাড়া তিনগুণ বেশি চাচ্ছেন।

দেবা নামক হ্যালোবাইক চালক বলেন, যাত্রীর অনেক চাপ। হ্যালোবাইকে কম লোক নিয়ে যাব। তাই ভাড়া বেশি নিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ভাড়া বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত