Ajker Patrika

টঙ্গীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ২২
টঙ্গীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তির নাম ফরিদ হোসেন (৩৯)। তিনি নোয়াখালী জেলার সোনাগাজী থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। ফরিদ টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।

বুধবার সকালে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহেব আলী লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ফরিদ পেশায় একজন ব্যবসায়ী। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পৌঁছে বাস থেকে নামতেই কয়েক যুবক তাঁকে ঘিরে ধরেন। এ সময় তাঁদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফরিদের বুকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন। ঘটনাটি দেখতে পেয়ে সড়কে চলাচলকারী লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তউদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমী দাস বলেন, ফরিদের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির সঙ্গে জড়িত এমন কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত