Ajker Patrika

বিমানবন্দরে পাঁচ ভারতীয়ের কাছ থেকে মদ, শাড়ি ও মোবাইল ফোন জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ০৮ মে ২০২৫, ২০: ৩৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মদসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিক। ছবি: আজকের পত্রিকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মদসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিক। ছবি: আজকের পত্রিকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচজন ভারতীয় নাগরিকের কাছে থেকে বিপুল বিদেশি মদ, মোবাইল ফোন ও শাড়ি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে এসব মদ, মোবাইল ফোন ও শাড়ি জব্দ করা হয়।

জব্দ করা মালপত্রের মধ্যে ৯১ লিটার বিদেশি মদ (৯১ বোতল), ১৫টি মোবাইল ফোন ও ১০টি শাড়ি রয়েছে।

ওই ভারতীয় নাগরিকেরা হলেন বিশ্বজিৎ মজুমদার, মানস কুমার বালা, দেবরাজ দে, সঞ্জিব বিশ্বাস ও তমাল খান।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান মুন্সি জানান, ভারত থেকে ৬ই১১০৭ ফ্লাইটে ওই পাঁচ ভারতীয় নাগরিক সকাল ৭টা ৩৩ মিনিটের ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। পরে তাঁরা ইমিগ্রেশন কার্যক্রম সম্পাদন না করে দীর্ঘ সময় ধরে কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তী সময়ে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা তাঁদের আটক করে। তাঁদের কাস্টম ব্যাগেজ ইনভেন্ট্রি কাউন্টারে এনে তল্লাশি করা হয়।’

মো. মিজানুর রহমান মুন্সি বলেন, তারপর ভারতীয় ওই পাঁচজন নাগরিকের কাছ থেকে ৯১ লিটার মদ, ১৫টি মোবাইল ফোন ও ১০টি শাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় বিভাগীয় আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত