নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। গতকাল মঙ্গলবার রাতে তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে গেজেটও প্রকাশিত হয়েছে। কিন্তু মন্ত্রিপরিষদের বিভাগের ওয়েবসাইটে মুরাদকে এখানো প্রতিমন্ত্রীর তালিকায় রাখা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও মুরাদ এখানো প্রতিমন্ত্রী!
আজ বুধবার সকাল পৌনে ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, হোম পেজের নোটিশ অংশে মুরাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করার প্রজ্ঞাপন রয়েছে। এই ওয়েবসাইটে মন্ত্রিসভা সম্পর্কে যে তথ্য দেওয়া আছে, তাতে প্রতিমন্ত্রীদের তালিকার ১৩ নম্বরে রয়েছে মুরাদ হাসানের নাম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এই মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদের ছবির নিচে প্রতিমন্ত্রী হিসেবে মুরাদের ছবি ও জীবনবৃত্তান্ত রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে কেউ ঢুকলেই মুরাদকে এখানো প্রতিমন্ত্রী বলেই মনে করবেন।
এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অনেক রাতে মুরাদ হাসানের পদত্যাগপত্র গৃহীত হওয়ায় তাঁরা ওয়েবসাইটের তথ্য রাতেই আর হালনাগাদ করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট শাখার নজরে এনে ঠিক করে দেওয়া হবে। আর মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, বিষয়টি এখনো কারও নজরেই আসেনি, এটি ঠিক করে দেওয়া হবে।
নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে চাপে পড়েন মুরাদ হাসান। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র দেন তিনি। মঙ্গলবার রাতে মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।
২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে মুরাদকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালের ১৯ মে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তাঁকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছিল।
নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। গতকাল মঙ্গলবার রাতে তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে গেজেটও প্রকাশিত হয়েছে। কিন্তু মন্ত্রিপরিষদের বিভাগের ওয়েবসাইটে মুরাদকে এখানো প্রতিমন্ত্রীর তালিকায় রাখা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও মুরাদ এখানো প্রতিমন্ত্রী!
আজ বুধবার সকাল পৌনে ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, হোম পেজের নোটিশ অংশে মুরাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করার প্রজ্ঞাপন রয়েছে। এই ওয়েবসাইটে মন্ত্রিসভা সম্পর্কে যে তথ্য দেওয়া আছে, তাতে প্রতিমন্ত্রীদের তালিকার ১৩ নম্বরে রয়েছে মুরাদ হাসানের নাম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এই মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদের ছবির নিচে প্রতিমন্ত্রী হিসেবে মুরাদের ছবি ও জীবনবৃত্তান্ত রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে কেউ ঢুকলেই মুরাদকে এখানো প্রতিমন্ত্রী বলেই মনে করবেন।
এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অনেক রাতে মুরাদ হাসানের পদত্যাগপত্র গৃহীত হওয়ায় তাঁরা ওয়েবসাইটের তথ্য রাতেই আর হালনাগাদ করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট শাখার নজরে এনে ঠিক করে দেওয়া হবে। আর মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, বিষয়টি এখনো কারও নজরেই আসেনি, এটি ঠিক করে দেওয়া হবে।
নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে চাপে পড়েন মুরাদ হাসান। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র দেন তিনি। মঙ্গলবার রাতে মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।
২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে মুরাদকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালের ১৯ মে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তাঁকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছিল।
হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
৩ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
৬ মিনিট আগেশেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।
১৪ মিনিট আগেবাসচালককে মারধর করার জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে কোনো বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস বন্ধই ছিল।
২১ মিনিট আগে