Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী লোকজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অন্যদিকে, শ্রমিক বিক্ষোভের কারণে আশপাশের পাঁচ-ছয়টি কারখানায় নিরাপত্তার স্বার্থে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। নিহত শ্রমিকের নাম মোসা চম্পা বেগম (১৮)। তিনি নেত্রকোনা জেলার হারারকান্দি গ্রামের মো. কাউসারের স্ত্রী। তিনি স্থানীয় ইন্টার লোপ পোশাক কারখানায় সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বেপরোয়া ট্রাক চম্পা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে আশপাশের শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।’

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘সকালে কারখানায় যাওয়ার পথে ট্রাক চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। যান চলাচল বন্ধ রয়েছে। কারখানার নিরাপত্তার কারণে আশপাশের পাঁচ-ছয়টি কারখানা শুধু আজকের (মঙ্গলবার) জন্য ছুটি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল দ্রুত শুরু করতে। শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলেই যান চলাচল শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত