রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কজন আহত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে আবিদ হাসান রুবেলের সমর্থক বলে জানা গেছে।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মেথিকান্দা এলাকার রবিউল্লাহর ছেলে রাহাত (২২)। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে একাধিকবার হামলা-মামলার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার ভোরে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ মুখোমুখি হলে সংঘর্ষ লেগে যায়। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে সাইফুল ইসলাম নিহত হন এবং রাহাতসহ আরও কয়েকজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশি গ্রেপ্তার এড়াতে অনেক আহত ব্যক্তি বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ‘দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নরসিংদীর রায়পুরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কজন আহত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে আবিদ হাসান রুবেলের সমর্থক বলে জানা গেছে।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মেথিকান্দা এলাকার রবিউল্লাহর ছেলে রাহাত (২২)। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে একাধিকবার হামলা-মামলার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার ভোরে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ মুখোমুখি হলে সংঘর্ষ লেগে যায়। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে সাইফুল ইসলাম নিহত হন এবং রাহাতসহ আরও কয়েকজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশি গ্রেপ্তার এড়াতে অনেক আহত ব্যক্তি বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ‘দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহাবুল ইসলাম সাবু নামের এক বিএনপি নেতার গুদাম থেকে ১১৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) বেলা ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করে প্রশাসন।
২৫ মিনিট আগেবরিশালের ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা। মঙ্গলবার (৬ মে) সকালে ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী।
২৬ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
৩১ মিনিট আগেসিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম চৌধুরী হত্যা মামলায় তাঁর ছেলেসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় স্পেশাল জজকোর্টের বিচারক মো. শাহাদাত হোসেন প্রামাণিক এ রায় দেন।
৩৬ মিনিট আগে