নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাণিজ্যিক গ্যাসলাইন থেকে অবৈধভাবে আবাসিক গ্যাসলাইনের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুরের জুয়েলারি গল্লি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন—মিজান, জাহাঙ্গীর আলম, রিপন, সুলতান, শাহজালাল, মো. জয় ও রাজু।
স্থানীয়রা জানান, সোনাপুর এলাকায় বাণিজ্যিক গ্যাসলাইন থেকে অবৈধভাবে আবাসিক সংযোগ নেওয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে পাইপ লিকেজ হয়। এতে বিস্ফোরণে দগ্ধ হন তাঁরা। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
কাচঁপুর এলাকার হানিফ মিয়া বলেন, যাঁরা কাজ করেছেন তাঁরা তিতাস কর্তৃপক্ষের যোগসাজশে এ কাজ করেছেন।
স্থানীয় বাসিন্দা জামাল, সুমন ও শিপন বলেন, সাবেক ইউপি সদস্য শাহআলম ও নুরুজ্জামানের নেতৃত্বে আ. রউফ, সেলিম, ফজলু মিয়া, মাসুম, মঈনুল, রুসমত হাজী, ইকবাল, মালেক ও তিতাস সোনারগাঁ অঞ্চলের অফিস সহকারী প্রদিপ বাবুসহ স্থানীয় একটি চক্র জড়িত রয়েছে। এ জন্য প্রতিটি আবাসিক লাইনের জন্য ৫ হাজার, ১০ হাজার টাকা নিয়েছে চক্রটি।
ওই এলাকার আরেক বাসিন্দা আজমত হোসেন, শাহীন ও আমেনা আক্তার জানান, প্রতিটি লাইনের জন্য তাঁরা ৫ হাজার টাকা করে দিয়েছেন।
জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত রাতে নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে মিজান ১৯, জাহাঙ্গীর আলম ১০, রিপন ৯, সুলতান ২০, শাহজালাল ৭, মো. জয় ২২ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছেন।
তিনি আরও জানান, এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে। আর বাকি তিনজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাঁদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে এবং দুপুরের দিকে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
কাচঁপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের বড় কোনো ঘটনা ঘটেনি।
তিতাস গ্যাসের সোনারগাঁ অঞ্চলের সুপারভাইজার ফয়েজ আহাম্মেদ লিটন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় লোকজন অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সাতজন দগ্ধ হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানে হবে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাণিজ্যিক গ্যাসলাইন থেকে অবৈধভাবে আবাসিক গ্যাসলাইনের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুরের জুয়েলারি গল্লি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন—মিজান, জাহাঙ্গীর আলম, রিপন, সুলতান, শাহজালাল, মো. জয় ও রাজু।
স্থানীয়রা জানান, সোনাপুর এলাকায় বাণিজ্যিক গ্যাসলাইন থেকে অবৈধভাবে আবাসিক সংযোগ নেওয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে পাইপ লিকেজ হয়। এতে বিস্ফোরণে দগ্ধ হন তাঁরা। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
কাচঁপুর এলাকার হানিফ মিয়া বলেন, যাঁরা কাজ করেছেন তাঁরা তিতাস কর্তৃপক্ষের যোগসাজশে এ কাজ করেছেন।
স্থানীয় বাসিন্দা জামাল, সুমন ও শিপন বলেন, সাবেক ইউপি সদস্য শাহআলম ও নুরুজ্জামানের নেতৃত্বে আ. রউফ, সেলিম, ফজলু মিয়া, মাসুম, মঈনুল, রুসমত হাজী, ইকবাল, মালেক ও তিতাস সোনারগাঁ অঞ্চলের অফিস সহকারী প্রদিপ বাবুসহ স্থানীয় একটি চক্র জড়িত রয়েছে। এ জন্য প্রতিটি আবাসিক লাইনের জন্য ৫ হাজার, ১০ হাজার টাকা নিয়েছে চক্রটি।
ওই এলাকার আরেক বাসিন্দা আজমত হোসেন, শাহীন ও আমেনা আক্তার জানান, প্রতিটি লাইনের জন্য তাঁরা ৫ হাজার টাকা করে দিয়েছেন।
জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত রাতে নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে মিজান ১৯, জাহাঙ্গীর আলম ১০, রিপন ৯, সুলতান ২০, শাহজালাল ৭, মো. জয় ২২ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছেন।
তিনি আরও জানান, এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে। আর বাকি তিনজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাঁদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে এবং দুপুরের দিকে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
কাচঁপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের বড় কোনো ঘটনা ঘটেনি।
তিতাস গ্যাসের সোনারগাঁ অঞ্চলের সুপারভাইজার ফয়েজ আহাম্মেদ লিটন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় লোকজন অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সাতজন দগ্ধ হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানে হবে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বুধবার (১৬ জুলাই) বিকেল চারটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দুজন সহকারী শিক্ষকের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া ধারালো অস্ত্র কুন্তি দিয়ে আঘাত করায় ভীতিকর অবস্থা তৈরি হয়। এসময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় শিক্ষককে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৭ জুলাই) কটিয়াদি শিক্ষা অফিস ও কটিয়াদি থানাতে লিখিত অভিযোগ...
৭ মিনিট আগেসিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতের বেঁধে রাখা রশিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেসিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা ১১টায় বার্ধক্য জনিত কারণে ঢাকার নিজ বাস ভবনে তিনি মারা যান।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ৬৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হারুনুর রশীদ বাবু (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড় এলাকায় চেক পোস্ট চলাকালে তাকে আটক করা হয়। বাবু ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার সোনা মিয়া দরজির ছেলে।
১ ঘণ্টা আগে