Ajker Patrika

সমবায়ের নামে টাকা আত্মসাৎ, বৃষ্টির মধ্যেই থানার সামনে ভুক্তভোগীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২২, ২০: ০৭
সমবায়ের নামে টাকা আত্মসাৎ, বৃষ্টির মধ্যেই থানার সামনে ভুক্তভোগীদের অবস্থান

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় পাঁচ হাজার গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আজ বুধবার একজনকে আটক করেছে পুলিশ। এদিকে বৃষ্টির মধ্যেই পাওনা টাকা আদায়ের দাবিতে রামপুরা থানার সামনে অবস্থান নেন ভুক্তভোগী হাজারো মানুষ। 

গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ নামের এ সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গ্রাহকের কাছ থেকে প্রতিষ্ঠানটি কোটি কোটি টাকা আদায় করেছে। এখন তারা সে টাকা ফেরত দিচ্ছে না। খিলগাঁওয়ের তালতলা এলাকায় সমিতিটির প্রধান কার্যালয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক আলাউদ্দিন হোসেনকে বুধবার আটক করে রামপুরা থানা-পুলিশ। 

এদিকে বুধবার সকালেই বনশ্রী-মেরাদিয়া বাজার-সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে টাকা আদায়ের জন্য রামপুরা থানার সামনে অবস্থান নেন প্রতিষ্ঠানটিতে টাকা জমা রাখা ভুক্তভোগীরা। তবে পুলিশের চেষ্টায় রাস্তা অবরোধ থেকে তাঁরা বিরত হন। 

রামপুরা থানা সূত্রে জানা গেছে, গৃহকর্মী, গার্মেন্টস কর্মী, চা দোকানিসহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষকে অধিক মুনাফা দেওয়ার আশ্বাসে সমিতিতে লাখ লাখ টাকা জমা রাখেন আলাউদ্দিন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ায় সমিতির মালিক আলাউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। 

রামপুরা থানার সামনে অপেক্ষমাণ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে মুনাফা দেওয়ার নামে টাকা জমা দেওয়ার পাশাপাশি ঋণ দেওয়া ও ডিপিএসের নামে মাসে মাসে টাকা জমা নেওয়া হতো। এভাবে কেউ ২ বছর, কেউ ৩ বছর, আবার কেউ ৫ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটিতে টাকা জমা রেখেছেন। কিন্তু মেয়াদ শেষে কয়েকজন গ্রাহক টাকা চাইলেও তা দিতে গড়িমসি করছিলেন আলাউদ্দিন। উপরন্তু ভুক্তভোগী গ্রাহকেরা সমিতির কার্যালয়ে এলে আলাউদ্দিন ঘোষণা দেন, তিনি আর তাঁদের জমানো টাকা ফেরত দিতে পারবেন না। এরপরই তাঁরা (গ্রাহকেরা) অভিযোগ নিয়ে থানার সামনে জড়ো হতে থাকেন। 

ভুক্তভোগীদের অধিকাংশই গার্মেন্টসকর্মী, তৃতীয় লিঙ্গ ও রিকশাচালকসহ নিম্নবিত্ত শ্রেণির মানুষ। তাঁদের কেউ কেউ বলছেন, মালিককে পুলিশে দিলে তাঁরা টাকা ফেরত পাবেন না। আবার কেউ বলছেন, এ নিয়ে আইনগতভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। 

এ ঘটনায় ১০ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ ও ভুক্তভোগীরা রয়েছেন। গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভের সম্পত্তি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে ভুক্তভোগীরা পাওনা টাকার জন্য আন্দোলন করেন। এর পর তাঁরা থানার সামনে এসে বৃষ্টির মধ্যেই অবস্থান নেন। বিকেল ৩টার দিকেও পাঁচ শতাধিক বেশি ভুক্তভোগীকে থানার সামনে দেখা গেছে। সমিতির অভিযুক্ত মালিক আলাউদ্দিন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে তাঁরা মামলা করতে রাজি হননি। আলাউদ্দিনের সম্পদ ও টাকা-পয়সার সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া থানা-পুলিশ সমিতির নথি সংগ্রহে কাজ করা হচ্ছে। 

এদিকে থানার সামনে অবস্থান নেওয়া ভুক্তভোগীদের নিবৃত্ত করতে আসেন ঢাকা উত্তর সিটির ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি সবাইকে শান্ত থেকে থানা-পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা, ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

মহড়া দিয়ে রাকসু দখলের স্বপ্ন না দেখার পরামর্শ ছাত্রদল নেতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত