Ajker Patrika

সাংবাদিককে কারাগারে পাঠানো সেই ইউএনওকে তথ্য কমিশনে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২৪, ২১: ৪১
সাংবাদিককে কারাগারে পাঠানো সেই ইউএনওকে তথ্য কমিশনে তলব

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন। আগামী ২ এপ্রিল ইউএনওকে কমিশনে হাজির হতে হবে।

তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ইউএনওকে সমন দেওয়া হয়েছে।

চলতি মাসের ৫ তারিখ দৈনিক দেশ রূপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কয়েকটি প্রকল্পের ৫০ লাখ টাকা ব্যয়ের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন।

কিন্তু ৫ মার্চ আবেদনের প্রাপ্তি স্বীকারের কপি দেওয়া নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন ক্ষিপ্ত হন। একপর্যায়ে ইউএনও কার্যালয়ে পুলিশ ডেকে তাঁকে অসদাচরণের জন্য আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। 

এ জন্য তথ্য চাওয়ায় শফিউজ্জামান রানাকে অসহযোগিতা করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ইউএনও তলব করা হয়েছে। 

এর আগে ৮ মার্চ তথ্য অধিকার আইনে আবেদন করার পরও সাংবাদিককে তথ্য না দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। তথ্য কমিশনার শহীদুল আলমকে আইন অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়। শহিদুল আলম ঝিনুকের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। 

তথ্য কমিশন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত প্রক্রিয়ায় কমিশনের কোনো এখতিয়ার নেই তাই এসি ল্যান্ডকে তলব করা হয়নি। এসি ল্যান্ড তথ্য দেওয়ার প্রক্রিয়ার অংশ নন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত