নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাকিব (১৪) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার মধ্যরাতে ফতুল্লার রেলস্টেশন মসজিদের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় আজ রোববার ভোরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সাকিব ফতুল্লা রেলস্টেশন এলাকার আজাদ বাড়ির গলির রুবেল শেখের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন—দাপ্রা ইদ্রাকপুর এলাকার সেকান্দার মোল্লার ছেলে ইসলাম মোল্লা (১৮) এবং রেলস্টেশন এলাকার হবিকুলের ছেলে (১৭)।
এদিকে হত্যার ঘটনায় রোববার দুপুরে নাসিমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—ফয়সাল (১৮), পারভেজ (২২), ইসলাম মোল্লা (১৮) ও সোলায়মান (১৮), অপ্রাপ্তবয়স্ক কিশোর (১৭) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে সিনিয়র–জুনিয়র নিয়ে সাকিবের সঙ্গে আরও কয়েকজন সমবয়সীর কথা–কাটাকাটি করতে দেখা যায়। একপর্যায়ে হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা সাকিবকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তার মা নাসিমা বেগম দৌড়ে এসে সাকিবকে মাটিতে পরে থাকতে দেখে। পরে তিনি তাঁর বড় ছেলেকে সঙ্গে নিয়ে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করে।
নিহত কিশোর সজিবের মা নাসিমা বেগম বলেন, ‘সাকিব ও তার বড় ভাই রাকিব উভয়েই রেলস্টেশন এলাকায় একটি হাঁড়ি পাতিলের কারখানায় কাজ করে। তার বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা যায়। এরপর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেছি। কোনো সময় বিপথে যেতে দিইনি। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’
এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভোরে এই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাকিব (১৪) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার মধ্যরাতে ফতুল্লার রেলস্টেশন মসজিদের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় আজ রোববার ভোরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সাকিব ফতুল্লা রেলস্টেশন এলাকার আজাদ বাড়ির গলির রুবেল শেখের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন—দাপ্রা ইদ্রাকপুর এলাকার সেকান্দার মোল্লার ছেলে ইসলাম মোল্লা (১৮) এবং রেলস্টেশন এলাকার হবিকুলের ছেলে (১৭)।
এদিকে হত্যার ঘটনায় রোববার দুপুরে নাসিমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—ফয়সাল (১৮), পারভেজ (২২), ইসলাম মোল্লা (১৮) ও সোলায়মান (১৮), অপ্রাপ্তবয়স্ক কিশোর (১৭) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে সিনিয়র–জুনিয়র নিয়ে সাকিবের সঙ্গে আরও কয়েকজন সমবয়সীর কথা–কাটাকাটি করতে দেখা যায়। একপর্যায়ে হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা সাকিবকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তার মা নাসিমা বেগম দৌড়ে এসে সাকিবকে মাটিতে পরে থাকতে দেখে। পরে তিনি তাঁর বড় ছেলেকে সঙ্গে নিয়ে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করে।
নিহত কিশোর সজিবের মা নাসিমা বেগম বলেন, ‘সাকিব ও তার বড় ভাই রাকিব উভয়েই রেলস্টেশন এলাকায় একটি হাঁড়ি পাতিলের কারখানায় কাজ করে। তার বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা যায়। এরপর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেছি। কোনো সময় বিপথে যেতে দিইনি। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’
এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভোরে এই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ এবং রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভিযোগে
৮ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
২৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
৩৫ মিনিট আগেনীলফামারীতে এক যুগ পর কবর থেকে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার সদর উপজেলার আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের উপস্থিতিতে এই দেহাবশেষ উত্তোলন করা হয়।
১ ঘণ্টা আগে