ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে কলেজছাত্রকে হাত-পা কেটে নৃশংসভাবে হত্যার প্রধান আসামি টিপু খাঁকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আজ সোমবার বিষয়টি জানিয়েছেন র্যাব-১০ এর সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইক আকতার। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় ফরিদপুর সদরের করিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
টিপু খাঁ জেলা সদরের ধুলদি এলাকার হালিম খাঁর ছেলে।
গত ১১ অক্টোবর ফরিদপুর জেলা সদরের অম্বিকাপুর এলাকার একটি মেহগনি বাগান থেকে তুরাগের (২২) হাত কাটা অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। কলেজছাত্র তুরাগ শহরের আলীপুরের আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
র্যাব বলছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই দিন বিকেলে বিরোধ-মীমাংসার কথা বলে তুরাগকে বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের লোকজন তাঁকে ফোন দিয়ে কোনো সাড়া না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে তুরাগের বড় ভাই মো. আবুল কালাম আজাদ স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারেন, ওই এলাকার মো. টিপু খাঁসহ ৯-১০ জন ব্যক্তি একটি বিচ্ছিন্ন হাত নিয়ে উল্লাস করছে এবং নিকটবর্তী গোবিন্দপুর এলাকার একটি মেহগনি ও কলা বাগানে অজ্ঞাত একজনরে লাশ পড়ে আছে।
পরে ভুক্তভোগীর বড় ভাই স্থানীয় লোকজন নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় মেহগনি ও কলা বাগানে যান। সেখানে রক্তাক্ত, ক্ষতবিক্ষত এবং বাম হাতের কনুইয়ের একটু ওপর থেকে হাত বিচ্ছিন্ন অবস্থায় তুরাগের লাশ দেখতে পান তারা। বিচ্ছিন্ন হাতটি লাশের আশপাশের কোথাও খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় তুরাগের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার (৬৭) বাদী হয়ে কোতোয়ালি থানায় মো. টিপুসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে তাঁর সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরে কলেজছাত্রকে হাত-পা কেটে নৃশংসভাবে হত্যার প্রধান আসামি টিপু খাঁকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আজ সোমবার বিষয়টি জানিয়েছেন র্যাব-১০ এর সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইক আকতার। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় ফরিদপুর সদরের করিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
টিপু খাঁ জেলা সদরের ধুলদি এলাকার হালিম খাঁর ছেলে।
গত ১১ অক্টোবর ফরিদপুর জেলা সদরের অম্বিকাপুর এলাকার একটি মেহগনি বাগান থেকে তুরাগের (২২) হাত কাটা অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। কলেজছাত্র তুরাগ শহরের আলীপুরের আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
র্যাব বলছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই দিন বিকেলে বিরোধ-মীমাংসার কথা বলে তুরাগকে বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের লোকজন তাঁকে ফোন দিয়ে কোনো সাড়া না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে তুরাগের বড় ভাই মো. আবুল কালাম আজাদ স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারেন, ওই এলাকার মো. টিপু খাঁসহ ৯-১০ জন ব্যক্তি একটি বিচ্ছিন্ন হাত নিয়ে উল্লাস করছে এবং নিকটবর্তী গোবিন্দপুর এলাকার একটি মেহগনি ও কলা বাগানে অজ্ঞাত একজনরে লাশ পড়ে আছে।
পরে ভুক্তভোগীর বড় ভাই স্থানীয় লোকজন নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় মেহগনি ও কলা বাগানে যান। সেখানে রক্তাক্ত, ক্ষতবিক্ষত এবং বাম হাতের কনুইয়ের একটু ওপর থেকে হাত বিচ্ছিন্ন অবস্থায় তুরাগের লাশ দেখতে পান তারা। বিচ্ছিন্ন হাতটি লাশের আশপাশের কোথাও খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় তুরাগের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার (৬৭) বাদী হয়ে কোতোয়ালি থানায় মো. টিপুসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে তাঁর সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৫ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৫ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৬ ঘণ্টা আগে