শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসের আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
জাকির হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন।
কারখানার শ্রমিক রাসেল আহমেদ বলেন, ‘কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার পরপরই আমরা দৌড়ে গিয়ে জাকিরকে রক্তাক্ত অবস্থায় পাই। তখনো সে বেঁচে আছে এমনটাই মনে হয়েছে। এরপর অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে আমরা কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পাই, সে একাই ছাদের ওপর দাঁড়িয়ে এদিক-সেদিক তাকায়। কিছুক্ষণ পর লাফ দেয়।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জুবায়ের এম বাশার আজকের পত্রিকাকে বলেন, কারখানার বেশির ভাগ কর্মকর্তা চলে যাচ্ছিলেন। কেউ বের হচ্ছেন, কেউ বের হয়ে গাড়িতে উঠে রওনা হয়েছেন। এ সময় আমি খবর পাই এক শ্রমিক কারখানার ছাদ থেকে লাফ দিয়েছেন। খবর পেয়ে দ্রুত কারখানায় পৌঁছে আহত শ্রমিককে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ জুবায়ের এম বাশার বলেন, ‘শ্রমিকের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। স্বজন ও অন্য শ্রমিকদের মাধ্যমে জেনেছি, কয়েক দিন যাবৎ তাঁর মধ্যে হতাশা কাজ করছিল। পুলিশ এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরায় সে শুধুই একা ছিল।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করছে কি না, স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসের আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
জাকির হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন।
কারখানার শ্রমিক রাসেল আহমেদ বলেন, ‘কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার পরপরই আমরা দৌড়ে গিয়ে জাকিরকে রক্তাক্ত অবস্থায় পাই। তখনো সে বেঁচে আছে এমনটাই মনে হয়েছে। এরপর অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে আমরা কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পাই, সে একাই ছাদের ওপর দাঁড়িয়ে এদিক-সেদিক তাকায়। কিছুক্ষণ পর লাফ দেয়।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জুবায়ের এম বাশার আজকের পত্রিকাকে বলেন, কারখানার বেশির ভাগ কর্মকর্তা চলে যাচ্ছিলেন। কেউ বের হচ্ছেন, কেউ বের হয়ে গাড়িতে উঠে রওনা হয়েছেন। এ সময় আমি খবর পাই এক শ্রমিক কারখানার ছাদ থেকে লাফ দিয়েছেন। খবর পেয়ে দ্রুত কারখানায় পৌঁছে আহত শ্রমিককে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ জুবায়ের এম বাশার বলেন, ‘শ্রমিকের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। স্বজন ও অন্য শ্রমিকদের মাধ্যমে জেনেছি, কয়েক দিন যাবৎ তাঁর মধ্যে হতাশা কাজ করছিল। পুলিশ এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরায় সে শুধুই একা ছিল।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করছে কি না, স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পাবনার চাটমোহরে প্রাণের ভিলেজ মিল্ক কালেকশসন সেন্টার থেকে বিপুল ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকদের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে
৩ মিনিট আগেফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
৮ মিনিট আগেবেলা তখন ১টা ১৫ এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
১৬ মিনিট আগে