Ajker Patrika

দুর্নীতির এক মামলার দুই ধারায় ব্যবসায়ী নুরুল আমিনের ৮ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারাদণ্ডপ্রাপ্ত নুরুল আমিন। ছবি: সংগৃহীত
কারাদণ্ডপ্রাপ্ত নুরুল আমিন। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত ৯৩ লাখ টাকার সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় এভিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক নুরুল আমিনকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তথ্য গোপনের অভিযোগে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাস সশ্রম কারাভোগ করতে হবে।

রায়ে জ্ঞাত আয়বহির্ভূত ৯৩ লাখ ২২ হাজার ১৭ টাকার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।

দুই ধারার সাজা একত্রে চলবে। এ জন্য তাঁকে সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

নুরুল আমিনের আইনজীবী শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় নুরুল আমিন আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, দুনীতি দমন কমিশন (দুদক) নুরুল আমিনকে ২০০৯ সালের ২৯ জুলাই সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ পাঠায়। নুরুল আমিন ২০১০ সালের ২২ আগস্ট সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন।

হিসাব বিবরণীতে মোট ৭ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ১২৭ টাকার সম্পদ দাখিল করা হয়। যার মধ্যে ৬ কোটি ৭৬ লাখ ১৪ হাজার ৮২৭ টাকার স্থাবর এবং ৭৭ লাখ ৭১ হাজার ৩০০ টাকার অস্থাবর সম্পদ। পরে দুদক পর্যালোচনা করে দেখতে পায়, নুরুল আমিন দাখিল করা সম্পদ বিবরণীর মধ্যে ৯২ লাখ ৮১ হাজার ১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১১ সালের ৭ আগস্ট রমনা মডেল থানায় মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক আবদুল আজিজ ভূঁইয়া।

মামলাটি তদন্ত করে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন আবদুল আজিজ। ২০২১ সালের ৫ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত