Ajker Patrika

এসবির সাবেক প্রতিবেদক শামসুল হকের গাড়ি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সরকারি প্রতিবেদক মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের একটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়, গাড়িটির বাজারমূল্য ২৪ লাখ টাকা। গাড়ি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী।

আবেদনে আরো বলা হয়েছে, রাজু আহমেদের বিরুদ্ধে দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া এবং নিজের, স্ত্রী ও তাদের ওপর নির্ভরশীল সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগে মামলা হয়েছে।

তদন্তকালে আসামি ও তার পরিবারের মালিকানাধীন সম্পদ বিক্রি, হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এর আগেই তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। একইসঙ্গে একটি রিসিভার নিয়োগের আবেদনও অনুমোদন করেন আদালত।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি তার দাখিল করা সম্পদ বিবরণীতে গাড়ির নম্বর ভুল দিয়েছিলেন। পরবর্তীতে তদন্তে দেখা যায়, গাড়িটির সঠিক নম্বর ‘ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭ ’। গাড়ির সঠিক তথ্য গোপন করে কমিশন ও তদন্ত কর্মকর্তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন রাজু আহমেদ। এজন্য তার প্রকৃত নামীয় গাড়ি জব্দ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত