Ajker Patrika

প্রতিবন্ধীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩৬
প্রতিবন্ধীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রতিবন্ধীদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আধুনিক বিশ্বে ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের মানুষদের মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে যেই ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে দিয়ে তাদের মূলধারার সমাজের সঙ্গে নিয়ে আসতে হবে। এর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। দেশের বধিরদের জন্য যেই স্কুলগুলো আছে সেগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই প্রশিক্ষণের ব্যবস্থা আরও উন্নত করতে হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজ আক্তার। তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা যতটা উন্নয়ন করতে পেরেছি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এখনো এতটা করা সম্ভব হয়নি।’ 

ইশারা ভাষার ব্যবহার ও প্রশিক্ষণের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা ও তাদের উন্নয়নের জন্য মনিটরিং ব্যবস্থা আরও উন্নত করার প্রতি জোর দেওয়ার কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। 

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার একটি জরিপের হিসেব অনুযায়ী, বিশ্বে ৭ কোটি ২০ লাখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। যাদের আশি শতাংশই উন্নয়নশীল দেশের। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। তাঁদের শিক্ষার জন্য সরকারি ভাবে নয়টি ও বেসরকারি ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া সারা দেশে সফলভাবে ১ হাজার ২০০ জন শিশুর ককলিয়ার ইম্লিমেন্ট করা হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত