নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবন্ধীদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আধুনিক বিশ্বে ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের মানুষদের মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে যেই ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে দিয়ে তাদের মূলধারার সমাজের সঙ্গে নিয়ে আসতে হবে। এর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। দেশের বধিরদের জন্য যেই স্কুলগুলো আছে সেগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই প্রশিক্ষণের ব্যবস্থা আরও উন্নত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজ আক্তার। তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা যতটা উন্নয়ন করতে পেরেছি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এখনো এতটা করা সম্ভব হয়নি।’
ইশারা ভাষার ব্যবহার ও প্রশিক্ষণের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা ও তাদের উন্নয়নের জন্য মনিটরিং ব্যবস্থা আরও উন্নত করার প্রতি জোর দেওয়ার কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার একটি জরিপের হিসেব অনুযায়ী, বিশ্বে ৭ কোটি ২০ লাখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। যাদের আশি শতাংশই উন্নয়নশীল দেশের।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। তাঁদের শিক্ষার জন্য সরকারি ভাবে নয়টি ও বেসরকারি ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া সারা দেশে সফলভাবে ১ হাজার ২০০ জন শিশুর ককলিয়ার ইম্লিমেন্ট করা হয়েছে।
প্রতিবন্ধীদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আধুনিক বিশ্বে ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের মানুষদের মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে যেই ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে দিয়ে তাদের মূলধারার সমাজের সঙ্গে নিয়ে আসতে হবে। এর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। দেশের বধিরদের জন্য যেই স্কুলগুলো আছে সেগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই প্রশিক্ষণের ব্যবস্থা আরও উন্নত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজ আক্তার। তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা যতটা উন্নয়ন করতে পেরেছি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এখনো এতটা করা সম্ভব হয়নি।’
ইশারা ভাষার ব্যবহার ও প্রশিক্ষণের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা ও তাদের উন্নয়নের জন্য মনিটরিং ব্যবস্থা আরও উন্নত করার প্রতি জোর দেওয়ার কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার একটি জরিপের হিসেব অনুযায়ী, বিশ্বে ৭ কোটি ২০ লাখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। যাদের আশি শতাংশই উন্নয়নশীল দেশের।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। তাঁদের শিক্ষার জন্য সরকারি ভাবে নয়টি ও বেসরকারি ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া সারা দেশে সফলভাবে ১ হাজার ২০০ জন শিশুর ককলিয়ার ইম্লিমেন্ট করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে