Ajker Patrika

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৭: ২৪
কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে নালার পানিতে ডুবে অর্ক (৪) ও সিয়াম (৫) নামে দুই শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নে গাগলাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, অর্কের মা জুয়েনা বেগমের বিয়ে হয়েছিল করিমগঞ্জের নিয়ামতপুর বাজারের ব্যবসায়ী মাহফুজ মিয়ার সঙ্গে। তিন মাস আগে জুয়েনা বেগমের মৃত্যু হয়। এরপর তাঁর দুই ছেলে মাশরুম (৫) ও অর্ক (৪) গাগলাইল গ্রামের নানির বাড়ি চলে আসে। সেখানে থেকেই তারা লেখাপড়া করত। অন্যদিকে সিয়ামের বাবা মাসুদ মিয়া মৃত জুয়েনার চাচাতো ভাই।

মাশরুম, অর্ক ও সিয়াম একসঙ্গে খেলাধুলা করত। 

গতকাল বিকেলে নানির অগোচরে তিন শিশু ঘুরতে বের হয়। একপর্যায়ে গ্রামের দক্ষিণ দিকে জয়নালের নতুন বাড়ির নালার কাছে গিয়ে অর্ক ও সিয়াম নালায় পড়ে যায়। এরপর মাশরুম দৌড়ে গিয়ে নানির কাছে অর্ক ও সিয়ামেরর পানিতে পড়ে যাওয়ার খবর দেয়। এই খবরে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে সিয়ামকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ ছাড়া খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে অর্কের নিথর দেহ পাওয়া যায়। এরপর দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত