Ajker Patrika

কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকের নমুনা ওষুধ রাখার দায়ে ৩ ফার্মেসিকে সাড়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করার সময় এ অর্থদণ্ড করে কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় জেলা শহরের গাইটাল বটতলা এলাকার হাজী ফার্মেসিকে ৫ হাজার টাকা, জেলা শহরের স্টেশন রোড এলাকার সাফা মেডিকেল হলকে ৫ হাজার ও একই এলাকার ওয়ালিউল্লা মেডিকেল হলকে ৫০০ টাকা অর্থদণ্ড করে ভোক্তা অধিকার। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। 

কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নমুনা ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাঁদের অর্থদণ্ড করা হয়। 

এসব ওষুধ ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত