Ajker Patrika

একদিনে ৩ বার টিকা দেওয়ার অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
একদিনে ৩ বার টিকা দেওয়ার অভিযোগ

এক শিক্ষার্থীকে একদিনে ৩ বার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি বিদ্যালয়ের টিকাকেন্দ্রে আজ বুধবার এই ঘটনা ঘটে। তবে বর্তমানে ওই শিক্ষার্থীর অবস্থা স্বাভাবিক রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, প্রথমে লাইনে দাঁড়ালে লাইন থেকে ফরম স্বাক্ষরের পর সে টিকা প্রদানের কক্ষে প্রবেশ করে। তারপর একটি টেবিলের পাশের চেয়ারে তাকে বসতে বলা হয়। সেখানে তাকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। পরে সামনের টেবিলের দিকে গেলে সেই টেবিলের টিকাদানকারী ব্যক্তি তাকে দ্বিতীয় ডোজ টিকা দেয়। দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পর সে দাঁড়িয়ে থাকে। তারপর সে আরেকটি টেবিলের সামনে গিয়ে দাঁড়ালে সেই টেবিলের টিকাদানকারী ব্যক্তি তাকে টিকা নিতে বললে, সে তৃতীয় ডোজ টিকা নেয়। পরে সে এই ঘটনা বাড়িতে এসে তার মাকে জানায়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমি ছেলেকে সঙ্গে নিয়ে টিকাকেন্দ্রে যায়। সেখানে কোনো শৃঙ্খলা ছিল না। প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে সেখানে টিকা দেওয়া হচ্ছিল। শিক্ষার্থীরা ভেতরে যাচ্ছিল আর তাদের টিকা দেওয়া হচ্ছিল। কারও টিকার রেজিস্ট্রেশন কার্ডে টিকাদানকারীর স্বাক্ষর ছিল না।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, ‘আমি বিষয়টি জানার পর টিকাদানকারীর সঙ্গে কথা বলি। তিনি বলেন, তাকে একটি টিকা প্রদান করা হয়েছে। অসাবধানতাবশত তার শরীরে আরেকটি সুচের খোঁচা লেগেছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক মো. আ. সালাম বলেন, ‘একাধিকবার টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। টিকা প্রদানের শেষে প্রতিটা টিকার রেজিস্ট্রেশন কার্ডে টিকাদানকারীর স্বাক্ষর থাকে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত