নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। আজ বুধবার সকালে জেলা সদরের পাঁচদোনা ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাপ-পিরিচ প্রতীকের আনোয়ার হোসেন ও আনারস প্রতীকের আব্দুল বাকি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আনারস প্রতীকের সমর্থক পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন (৪০) ও কাপ-পিরিচ প্রতীকের সিদ্দিকের (৩০) পরিচয় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন বলেন, ‘কাপ-পিরিচ প্রতীকের সমর্থক আল আমিনের (৩৪) নেতৃত্বে টিপু (৩১), দুলাল (২৭) অভিসহ ১০-১২ জন কেন্দ্রে আমাদের ওপর হামলা করে। আমি আনারস প্রতীকের এজেন্ট ছিলাম। আমাকে মেরে রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেয়। আমাদের লোকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।’
তবে অভিযুক্ত কাপ-পিরিচের সমর্থক আল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন আব্দুল বাকিরের সমর্থক হুমায়ূন ও তাঁর লোকজন। পরে সামান্য হাতাহাতি হয়েছে এবং আমাদের ১০ জনকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আমরা কাউকে আঘাত করিনি।’
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সামসুল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। ভোট গ্রহণ পুনরায় চলছে। নির্বিঘ্নে ভোট গ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ রয়েছে। বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পেয়েছি। আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনার সঙ্গে কারা জড়িত।’
নরসিংদীতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। আজ বুধবার সকালে জেলা সদরের পাঁচদোনা ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাপ-পিরিচ প্রতীকের আনোয়ার হোসেন ও আনারস প্রতীকের আব্দুল বাকি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আনারস প্রতীকের সমর্থক পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন (৪০) ও কাপ-পিরিচ প্রতীকের সিদ্দিকের (৩০) পরিচয় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন বলেন, ‘কাপ-পিরিচ প্রতীকের সমর্থক আল আমিনের (৩৪) নেতৃত্বে টিপু (৩১), দুলাল (২৭) অভিসহ ১০-১২ জন কেন্দ্রে আমাদের ওপর হামলা করে। আমি আনারস প্রতীকের এজেন্ট ছিলাম। আমাকে মেরে রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেয়। আমাদের লোকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।’
তবে অভিযুক্ত কাপ-পিরিচের সমর্থক আল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন আব্দুল বাকিরের সমর্থক হুমায়ূন ও তাঁর লোকজন। পরে সামান্য হাতাহাতি হয়েছে এবং আমাদের ১০ জনকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আমরা কাউকে আঘাত করিনি।’
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সামসুল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। ভোট গ্রহণ পুনরায় চলছে। নির্বিঘ্নে ভোট গ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ রয়েছে। বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পেয়েছি। আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনার সঙ্গে কারা জড়িত।’
আগুনে দগ্ধ রোগীদের শারীরিক আঘাতের সঙ্গে সঙ্গে প্রবল মানসিক ধাক্কাও সইতে হয়। শিশুদের ক্ষেত্রে মানসিক আঘাতের মাত্রাটা বেশি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিশুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ বিমান ধসে আগুন ধরে যাওয়া, চোখের সামনে সহপাঠীদের...
৪ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।
৪ ঘণ্টা আগেমেঘনার ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনকেন্দ্র দখিনা হাওয়া সৈকতের বেশ কিছু অংশ। ফলে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ৩৮ কিলোমিটার এলাকায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারানোর পাশাপাশি অনেকে পঙ্গুত্ববরণ করছেন। গত ৭ মাসে মহাসড়কের এই অংশে অর্ধশতাধিক দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি ও শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
৪ ঘণ্টা আগে