Ajker Patrika

তদন্তে নাম আসলে প্রভাবশালীরাও ছাড় পাবে না: সিআইডি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তদন্তে নাম আসলে প্রভাবশালীরাও ছাড় পাবে না: সিআইডি 

নায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের সাতটি মামলার তদন্তভার পেয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই মধ্যে এ আসামিদের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে সীমিত জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এ কথা জানান।

তিনি বলেন, পরীমণিসহ অন্যদের মামলার তদন্তভার আমাদের কাছে এসেছে। আমাদের সিআইডিতে এক্সপার্ট বিভিন্ন সিস্টেম রয়েছে। যেমন ডিএনএ ল্যাব, ফরেনসিক ল্যাব, কেমিক্যাল ল্যাব সেহেতু আমরা তদন্তগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ও সুষ্ঠুভাবে করতে পারব। তবে মামলাগুলোর তদন্তকাজ শেষ করতে আমাদের সময় লাগবে। 

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, তদন্তে যদি এদের সঙ্গে সংশ্লিষ্ট কোন প্রভাবশালীর নাম আসে, সে যতই প্রভাবশালী হোক না কেন তাঁকে বা তাঁদের আইনের আওতায় আনা হবে।

সম্প্রতি আলোচিত এক মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে বাদীর মেলামেশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের তদন্তে যেকোনো বিষয় নজরে আসবে। আমরা সেসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করবো। সত্যিকারের ঘটনা খুঁজে বের করবো। কিন্তু আইনের ঊর্ধ্বে না। সে যেই হোক না কেন সেটা তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক, আমরা চাই নিরপেক্ষ তদন্ত করে সত্যি ঘটনা বের করতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত