Ajker Patrika

ইছামতীর তীরে সাধুসঙ্গে মিললেন লালনভক্তরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯: ৪৪
ইছামতীর তীরে সাধুসঙ্গে মিললেন লালনভক্তরা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দেশের বিভিন্ন এলাকার সাধু-বাউলদের নিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়ার গ্রামে ইছামতী নদীর তীরে পদ্মহেম ধামে এই সাধুসঙ্গ হয়। 

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবীবা ফারজানা, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম, লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ ফজলুল হক প্রমুখ। 

লালন সাঁইজির বিখ্যাত মারফতি গান ‘এলাহি আলমিন গো আল্লাহ/ বাদশা আলম্পনা তুমি’ গানটি দিয়ে এবারের ১৯তম সাধুসঙ্গর প্রহর শুরু হয়। সন্ধ্যার পর ‘পার কর হে দয়াল চাঁদ আমারে’, ‘ধন্য ধন্য বলি তারে’-এর মতো লালন সাঁইজির বিখ্যাত গান পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাধুরা। 

গান পরিবেশনের জন্য উপস্থিত হন চুয়াডাঙ্গার সাধু-বাউল আজমিরি ফকির, বাউল লতিফ শাহ, রাজ্জাক বাউল, সমির বাউল, সুকুমার ঘোল, ফরিদপুর থেকে সাধু-বাউল পাগল বাবলু, বাঁশিবাদক বজলুশাহ, দোতারা বাদক ভুট্টোশাহের মতো বিখ্যাত সাধকেরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হন চিত্রনায়িকা নিপুণ। 

লালনবাণী ও গান শুনতে দুপুরের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনভক্তরা হাজির হন পদ্মহেম ধামে। সন্ধ্যার পর বাড়তে থাকে ভক্তদের ভিড়। 

গান শুনে আবেগে আপ্লুত হন নারায়ণগঞ্জের রবিন ঘোষ। তিনি এবার প্রথম এখানকার সাধুসঙ্গে এসেছেন। মুন্সিগঞ্জে তাঁর কয়েকজন বন্ধু রয়েছে। তাঁদের মাধ্যমে জানতে পারেন সাধুসঙ্গের কথা। এখানে তিনি লালনসংগীত শুনতে আসেন। 

রবিন বলেন, ‘অনেকবার কনসার্টে গান শুনেছি। সাধুসঙ্গের গান প্রথম শুনলাম। দুই জায়গার গান, গানের পরিবেশ সম্পূর্ণ আলাদা। প্রতিটি গান ছিল হৃদয়ছোঁয়া।’ 

মমতাজ বেগম রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা। তিনি ছেলে কাইয়ুম আহমেদের সঙ্গে লালনের গান শুনতে এসেছেন। 

মমতাজ বেগম বলেন, ‘প্রথমবার লালনের গান শুনেছি। গানের প্রতিটি কথা ভেতর থেকে অনুভব করেছি। সামনে থেকে গান না শুনলে হয়তো এই অনুভূতি পেতাম না।’ 

সাধুসঙ্গ উপলক্ষে নদীর ধারে খোলা মাঠে বসে গ্রামীণ মেলা। মেলায় মুখরোচক খাবার, বাচ্চাদের খেলার ব্যবস্থা ও গৃহস্থালির বিভিন্ন আসবাব নিয়ে বসেন দোকানিরা। এমন সাধুসঙ্গের আয়োজনে খুশি স্থানীয়রা। আয়োজনে এসে উচ্ছ্বসিত দর্শনার্থীরাও। 

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন বলেন, ‘লালন সাঁইজি চেয়েছিলেন আমাদের দেশটা অসাম্প্রদায়িক ও মানবতার চেতনায় গড়ে উঠুক। তাঁর বাণীতে সেগুলোই তিনি বলেছেন। লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি। একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত