সাইফুল মাসুম, রূপগঞ্জ থেকে
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের পাশে নৌকার ক্যাম্পে মানুষের ভিড় চোখে পড়েছে। ভোটকেন্দ্রের পাশে সোনালী আঁশের ক্যাম্পে পাটি বিছিয়ে তিনজনকে বসে থাকতে দেখা গেছে। অন্যদিকে কেটলি মার্কা প্রতীকের ক্যাম্প থাকলেও সেখানে কোনো ভোটার ছিল না।
আজ রোববার বেলা সাড়ে ১১টার সময় শীতলক্ষ্যা পাড়ের কেন্দ্রটিতে তুলনামূলক ভোটারদের উপস্থিতি বেশি চোখে পড়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশাদুল ইসলাম বলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ২৭৯৭ জন ভোটারদের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ৩৯৮ ভোট পড়েছে।
দুপুর ১২টা পর্যন্ত দেখা গেছে, ভোটকেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর পক্ষে অনেক মানুষের উপস্থিতি রয়েছে। তারা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। ভোটারেরা নিজেদের ভোটার নম্বর খুঁজতে প্রার্থীদে ভোট ক্যাম্পে গিয়ে সহযোগিতা নিচ্ছেন। প্রার্থীদের ভোট ক্যাম্পগুলোর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ক্যাম্পে ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
তৃণমূল বিএনপির মহাসচিব ও সোনালি আঁশ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভোট ক্যাম্পে তিনজন কর্মীকে বসে থাকতে দেখা গেছে। অন্যদিকে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান ভূঁইয়ার পক্ষে কেন্দ্রে পাশে বড় ক্যাম্প করা হলেও সেখানে কোনো ভোটার উপস্থিতি ছিল না।
কেটলি প্রতীকের ক্যাম্পে কিছু সময় অপেক্ষা করার পরে এগিয়ে আসেন কেটলি প্রতীকের প্রার্থীর এক কর্মী। নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, সকাল
সাতটা থেকে ১২টা পর্যন্ত ২০ জন ভোটারকে স্লিপ ঠিক করে দিয়েছেন। তিনি বলেন, এই কেন্দ্রে নৌকা আর কেটলি ছাড়া কারও নাম নেই।
তবে তোফাজ্জল হোসেন নামে একজন বলেন, নৌকার প্রার্থীরা প্রকাশ্যে ভোট দিলেও, কেটলির ভোট বোঝা যাচ্ছে না।
নৌকার ভোট ক্যাম্পে কথা হয় মেহেদী হাসান জিসান নামের ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে। তিনি বলেন, এখন পর্যন্ত দুই শতাধিক ভোটারকে তারা সহযোগিতা করেছেন। অন্যদিকে সোনালী আঁশের ক্যাম্পে ভোটারদের উপস্থিতি না থাকলেও তৃণমূল বিএনপির এক কর্মী দাবি করেন, ভোটে তৃণমূল বিএনপির অবস্থা ভালো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন—জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুল ইসলাম লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি মো. জয়নাল আবেদন চৌধুরী ট্রাক, স্বতন্ত্র প্রার্থী মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা ঈগল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান আলমারি, ইসলামী ফ্রন্ট থেকে একেএম শহীদুল ইসলাম চেয়ার, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মোহাম্মদ জোবায়ের আলম ভূঁইয়া।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের পাশে নৌকার ক্যাম্পে মানুষের ভিড় চোখে পড়েছে। ভোটকেন্দ্রের পাশে সোনালী আঁশের ক্যাম্পে পাটি বিছিয়ে তিনজনকে বসে থাকতে দেখা গেছে। অন্যদিকে কেটলি মার্কা প্রতীকের ক্যাম্প থাকলেও সেখানে কোনো ভোটার ছিল না।
আজ রোববার বেলা সাড়ে ১১টার সময় শীতলক্ষ্যা পাড়ের কেন্দ্রটিতে তুলনামূলক ভোটারদের উপস্থিতি বেশি চোখে পড়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশাদুল ইসলাম বলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ২৭৯৭ জন ভোটারদের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ৩৯৮ ভোট পড়েছে।
দুপুর ১২টা পর্যন্ত দেখা গেছে, ভোটকেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর পক্ষে অনেক মানুষের উপস্থিতি রয়েছে। তারা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। ভোটারেরা নিজেদের ভোটার নম্বর খুঁজতে প্রার্থীদে ভোট ক্যাম্পে গিয়ে সহযোগিতা নিচ্ছেন। প্রার্থীদের ভোট ক্যাম্পগুলোর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ক্যাম্পে ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
তৃণমূল বিএনপির মহাসচিব ও সোনালি আঁশ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভোট ক্যাম্পে তিনজন কর্মীকে বসে থাকতে দেখা গেছে। অন্যদিকে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান ভূঁইয়ার পক্ষে কেন্দ্রে পাশে বড় ক্যাম্প করা হলেও সেখানে কোনো ভোটার উপস্থিতি ছিল না।
কেটলি প্রতীকের ক্যাম্পে কিছু সময় অপেক্ষা করার পরে এগিয়ে আসেন কেটলি প্রতীকের প্রার্থীর এক কর্মী। নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, সকাল
সাতটা থেকে ১২টা পর্যন্ত ২০ জন ভোটারকে স্লিপ ঠিক করে দিয়েছেন। তিনি বলেন, এই কেন্দ্রে নৌকা আর কেটলি ছাড়া কারও নাম নেই।
তবে তোফাজ্জল হোসেন নামে একজন বলেন, নৌকার প্রার্থীরা প্রকাশ্যে ভোট দিলেও, কেটলির ভোট বোঝা যাচ্ছে না।
নৌকার ভোট ক্যাম্পে কথা হয় মেহেদী হাসান জিসান নামের ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে। তিনি বলেন, এখন পর্যন্ত দুই শতাধিক ভোটারকে তারা সহযোগিতা করেছেন। অন্যদিকে সোনালী আঁশের ক্যাম্পে ভোটারদের উপস্থিতি না থাকলেও তৃণমূল বিএনপির এক কর্মী দাবি করেন, ভোটে তৃণমূল বিএনপির অবস্থা ভালো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন—জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুল ইসলাম লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি মো. জয়নাল আবেদন চৌধুরী ট্রাক, স্বতন্ত্র প্রার্থী মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা ঈগল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান আলমারি, ইসলামী ফ্রন্ট থেকে একেএম শহীদুল ইসলাম চেয়ার, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মোহাম্মদ জোবায়ের আলম ভূঁইয়া।
বরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ মিনিট আগেনিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
৩৪ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগে