বিক্ষোভ ও কারফিউয়ের কারণে চার দিন পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। অনেকটাই স্বাভাবিক হয়েছে যান চলাচল। সকাল থেকেই সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। কিছু বাস ফিরেও এসেছে।
শুধু তাই নয়, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের অনেক যাত্রীবাহী বাস।
আজ বুধবার সরেজমিনে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সকাল থেকেই এখান থেকে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় শত শত বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীর সংখ্যাও স্বাভাবিক। এতে অনেকটাই খুশি পরিবহন চালক ও শ্রমিকেরা।
ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন শায়লা বেগম। তাঁর সঙ্গে কথা হলে আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের একদিন আগে ডাক্তার দেখাতে মেয়েকে নিয়ে মালিবাগে আত্মীয়ের বাসায় এসেছিলাম। কিন্তু হঠাৎ করে আন্দোলন শুরু হলো, আটকা পড়ে গিয়েছিলাম। আজ (বুধবার) দূর পাল্লার বাস চালু হওয়ায় চট্টগ্রামে ফিরে যাচ্ছি।’
সিলেট রুটের বাসচালক রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন যাবৎ আন্দোলন ও কারফিউয়ের কারণে বাস চালাতে না পারায় স্ত্রী-সন্তান নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। আজ বের হয়ে স্বস্তি পেয়েছি।’
এ দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দক্ষিণাঞ্চলের বাসও ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় ফিরছে।
খুলনা যাওয়ার জন্য স্ত্রী-সন্তান নিয়ে অপেক্ষা করছেন সাইফুল নামের এক যুবক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বয়স্ক মা খুলনায় থাকেন। তিনি খুবই অসুস্থ। তাকে অনেক আগেই দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রদের আন্দোলনের কারণে বাস বন্ধ থাকায় যেতে পারি নাই। তাই আজ বাস চালু হওয়ায় গ্রামে যাচ্ছি। কিন্তু এখনো ভয় কাজ করছে।’
এখানে খুলনাগামী বাসের কলারম্যান আসিফ বলেন, ‘আন্দোলনে গাড়ি চলাচল বন্ধ থাকায় এই কয়দিন আমরা ঠিকমতো খেতে পর্যন্ত পারি নাই। তবে যাত্রীদের কাছে ভাড়া কম নিচ্ছি। আমরা চাই আন্দোলন ও কারফিউ বন্ধ হয়ে দেশ শান্ত থাকুক।’
এ দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় সিটি সার্ভিস বাস, মালবাহী লড়ি, ট্রাকসহ সব ধরনের যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। যানজটও লক্ষ্য করা গেছে। দেওয়া হচ্ছে সিগন্যাল। প্রচুর পথচারীদের আনাগোনা চোখে পড়ে।
এ বিষয়ে সায়েদাবাদ আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকাল থেকেই এই টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় বাস ছেড়ে গেছে। এখন বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৭ থেকে ৮শ গাড়ি ছেড়ে গেছে।’
বিক্ষোভ ও কারফিউয়ের কারণে চার দিন পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। অনেকটাই স্বাভাবিক হয়েছে যান চলাচল। সকাল থেকেই সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। কিছু বাস ফিরেও এসেছে।
শুধু তাই নয়, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের অনেক যাত্রীবাহী বাস।
আজ বুধবার সরেজমিনে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সকাল থেকেই এখান থেকে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় শত শত বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীর সংখ্যাও স্বাভাবিক। এতে অনেকটাই খুশি পরিবহন চালক ও শ্রমিকেরা।
ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন শায়লা বেগম। তাঁর সঙ্গে কথা হলে আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের একদিন আগে ডাক্তার দেখাতে মেয়েকে নিয়ে মালিবাগে আত্মীয়ের বাসায় এসেছিলাম। কিন্তু হঠাৎ করে আন্দোলন শুরু হলো, আটকা পড়ে গিয়েছিলাম। আজ (বুধবার) দূর পাল্লার বাস চালু হওয়ায় চট্টগ্রামে ফিরে যাচ্ছি।’
সিলেট রুটের বাসচালক রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন যাবৎ আন্দোলন ও কারফিউয়ের কারণে বাস চালাতে না পারায় স্ত্রী-সন্তান নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। আজ বের হয়ে স্বস্তি পেয়েছি।’
এ দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দক্ষিণাঞ্চলের বাসও ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় ফিরছে।
খুলনা যাওয়ার জন্য স্ত্রী-সন্তান নিয়ে অপেক্ষা করছেন সাইফুল নামের এক যুবক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বয়স্ক মা খুলনায় থাকেন। তিনি খুবই অসুস্থ। তাকে অনেক আগেই দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রদের আন্দোলনের কারণে বাস বন্ধ থাকায় যেতে পারি নাই। তাই আজ বাস চালু হওয়ায় গ্রামে যাচ্ছি। কিন্তু এখনো ভয় কাজ করছে।’
এখানে খুলনাগামী বাসের কলারম্যান আসিফ বলেন, ‘আন্দোলনে গাড়ি চলাচল বন্ধ থাকায় এই কয়দিন আমরা ঠিকমতো খেতে পর্যন্ত পারি নাই। তবে যাত্রীদের কাছে ভাড়া কম নিচ্ছি। আমরা চাই আন্দোলন ও কারফিউ বন্ধ হয়ে দেশ শান্ত থাকুক।’
এ দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় সিটি সার্ভিস বাস, মালবাহী লড়ি, ট্রাকসহ সব ধরনের যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। যানজটও লক্ষ্য করা গেছে। দেওয়া হচ্ছে সিগন্যাল। প্রচুর পথচারীদের আনাগোনা চোখে পড়ে।
এ বিষয়ে সায়েদাবাদ আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকাল থেকেই এই টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় বাস ছেড়ে গেছে। এখন বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৭ থেকে ৮শ গাড়ি ছেড়ে গেছে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে