নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রমনার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজসংস্কার সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মারুফ হাসান।
এ ঘটনায় করা এক ফেসবুক পোস্টের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় ২৫-২৬ বছর বয়সের এক যুবক স্টেজে উঠে মাননীয় মন্ত্রীকে উদ্দেশ করে শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে বিচারের ভঙ্গিতে বলতে থাকেন, “মহাজাতক শহীদ আল বোখারী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাইকে বিভ্রান্ত করছেন।” যখন আয়োজক ও পুলিশ তাঁকে সরিয়ে নিচ্ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী যুবকের কথা শুনতে আগ্রহ প্রকাশ করেন।’
অপু আরও বলেন, ‘তখন আমি সেই যুবককে নাম ও পরিচয় জিজ্ঞেস করলে সে নিজের নাম “সত্য” বলে পরিচয় দেয়। এরপর সে কী বলতে চায় তাকে বলতে বলি। তখন সে পুনরায় শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে একই কথা পুনরাবৃত্তি করে। তারপর আয়োজকবৃন্দ এবং পুলিশ তাকে সরিয়ে নিলে মাননীয় মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেন। সমস্ত ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। এখানে জুতা মারার মতো কোনো ঘটনা ঘটেনি। এ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এক কুচক্রী তাঁর ফেসবুকে মিথ্যাচার করে যাচ্ছেন, যা অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক।’
এ বিষয়ে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে মারুফ হাসান নামে এক যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে আটক করেছেন। পরবর্তীকালে তাঁকে রমনা থানায় নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
রাজধানীর রমনার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজসংস্কার সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মারুফ হাসান।
এ ঘটনায় করা এক ফেসবুক পোস্টের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় ২৫-২৬ বছর বয়সের এক যুবক স্টেজে উঠে মাননীয় মন্ত্রীকে উদ্দেশ করে শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে বিচারের ভঙ্গিতে বলতে থাকেন, “মহাজাতক শহীদ আল বোখারী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাইকে বিভ্রান্ত করছেন।” যখন আয়োজক ও পুলিশ তাঁকে সরিয়ে নিচ্ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী যুবকের কথা শুনতে আগ্রহ প্রকাশ করেন।’
অপু আরও বলেন, ‘তখন আমি সেই যুবককে নাম ও পরিচয় জিজ্ঞেস করলে সে নিজের নাম “সত্য” বলে পরিচয় দেয়। এরপর সে কী বলতে চায় তাকে বলতে বলি। তখন সে পুনরায় শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে একই কথা পুনরাবৃত্তি করে। তারপর আয়োজকবৃন্দ এবং পুলিশ তাকে সরিয়ে নিলে মাননীয় মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেন। সমস্ত ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। এখানে জুতা মারার মতো কোনো ঘটনা ঘটেনি। এ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এক কুচক্রী তাঁর ফেসবুকে মিথ্যাচার করে যাচ্ছেন, যা অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক।’
এ বিষয়ে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে মারুফ হাসান নামে এক যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে আটক করেছেন। পরবর্তীকালে তাঁকে রমনা থানায় নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
২ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে