Ajker Patrika

সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৮: ২২
সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

টাঙ্গাইলে সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়র অভিযোগ উঠেছে। এ ছাড়া অভিযোগে উঠেছে মেয়রসহ সরকারি অফিসের কর্মকর্তাদের সিলমোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনকে নকল জন্মনিবন্ধন সনদ দেওয়ার।

এসব অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। গতকাল সোমবার গভীর রাতে সদর উপজেলার কুমুদিনী কলেজগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শোয়েব খান (৩০)। তিনি ঘাটাইল উপজেলার নিয়ামতপুর এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২৭টি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিলমোহর, জাতীয় সংসদ সদস্যের নাম ও জাল স্বাক্ষর সংবলিত ২০টি ডিও লেটার এবং বিভিন্ন লোকজনের ৮০টি নকল জন্মনিবন্ধন সনদ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর তৈরি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিলমোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনকে নকল জন্মনিবন্ধন সনদ প্রধান এবং জাতীয় সংসদ সদস্যের নাম ও জাল স্বাক্ষর সংবলিত ডিও লেটার প্রদান করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত