Ajker Patrika

সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৮: ২২
সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

টাঙ্গাইলে সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়র অভিযোগ উঠেছে। এ ছাড়া অভিযোগে উঠেছে মেয়রসহ সরকারি অফিসের কর্মকর্তাদের সিলমোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনকে নকল জন্মনিবন্ধন সনদ দেওয়ার।

এসব অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। গতকাল সোমবার গভীর রাতে সদর উপজেলার কুমুদিনী কলেজগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শোয়েব খান (৩০)। তিনি ঘাটাইল উপজেলার নিয়ামতপুর এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২৭টি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিলমোহর, জাতীয় সংসদ সদস্যের নাম ও জাল স্বাক্ষর সংবলিত ২০টি ডিও লেটার এবং বিভিন্ন লোকজনের ৮০টি নকল জন্মনিবন্ধন সনদ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর তৈরি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিলমোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনকে নকল জন্মনিবন্ধন সনদ প্রধান এবং জাতীয় সংসদ সদস্যের নাম ও জাল স্বাক্ষর সংবলিত ডিও লেটার প্রদান করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত