Ajker Patrika

মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে এক শিশু অভিমান করে দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মৃত অঙ্কন সাহা (১২) ওই এলাকার অতুল সাহার ছেলে। সে স্থানীয় ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই দিন অঙ্কন মা ও চাচির কাছে হাত খরচের জন্য ৫০ টাকা চায়। তাঁরা কেউ তাকে ওই টাকা দেয়নি। পরে মা এবং চাচির সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়। অনেক ডাকাডাকির পর পরিবারের লোকজন সাড়া পায়নি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় শ্রীফতলী ইউনিয়নের মেম্বার মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি জানান, শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত