Ajker Patrika

মিথ্যা মামলা করায় বাদীর সাজা, আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রতারণার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদীকে সাজা দিয়ে আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে মামলার আসামি রোকেয়াকে খালাস প্রদান করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে বলা হয়েছে, মামলার সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে রোকেয়া বাদীর কাছে থেকে ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফেরত চাইলে আসামি রোকেয়া বাদীকে টাকা ফেরত না দিয়ে হত্যার হুমকি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত