Ajker Patrika

লাইসেন্স থাকলেও আইন না মানলে ক্লিনিক বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী 

গাজীপুর প্রতিনিধি
লাইসেন্স থাকলেও আইন না মানলে ক্লিনিক বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী 

আইন মেনে না চললে, লাইসেন্স নবায়ন করা হলেও ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে একটি অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সেবা পেতে মানুষ যাতে প্রতারিত না হন, সে জন্য আমরা ক্লিনিকগুলোর ওপর বিশেষ নজর রাখছি। এরই মধ্যে আমরা অভিযান চালিয়ে ২ হাজার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছি। এটা চলমান প্রক্রিয়া।’

জাহিদ মালেক বলেন, ‘করোনা বৃদ্ধি পেলে সরকার তা নিয়ন্ত্রণে রাখতে পারবে। চিন্তার কোনো কারণ নেই। আমরা সঠিক চিকিৎসা দিতে চাই। উন্নত চিকিৎসার জন্য ৩৭টি মেডিকেল কলেজ করা হয়েছে। এ ছাড়া ৮টি নতুন হাসপাতাল করা হয়েছে।’

এ সময় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে। হাসপাতালে সর্তক বাণী ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। যেখানেই বেশি মানুষের সমাগম সেখানেই মাস্ক পরা প্রয়োজন। আমাদের দেশের বেশির ভাগ মানুষ করোনার তৃতীয় ডোজ নিয়েছেন। অনেকে আবার চতুর্থ ডোজ টিকাও নিয়েছেন। যারা এখনো করোনা টিকা নেননি তাঁরা করোনা টিকা নিন। তাহলে সুরক্ষিত থাকবেন।’

বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের নতুন ভবন উদ্বোধন এবং এর কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশি উদ দুজা, পরিচালক সাবানা মালেকসহ কারখানার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত