Ajker Patrika

অগ্নিদগ্ধের ৬ দিন পর নারী পোশাক শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৮: ৪৯
অগ্নিদগ্ধের ৬ দিন পর নারী পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিদগ্ধ নারী শ্রমিক মুক্তা বেগম মারা গেছেন। গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেলে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারো টায় মরদেহ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

নিহত মুক্তা বেগম (৩২) দিনাজপুর জেলার ফুলবাড়িয়া উপজেলার রুদ্রাণী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিনি কালিয়াকৈরে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানায় সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তা কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাঁঠালতলা-সাহেব পাড়া মহল্লার একটি বাসায় ভাড়া থাকতেন। গত ২৯ ডিসেম্বর ভোরে সিলিন্ডার গ্যাসের রান্না করতে গিয়ে তাঁর শরীরে আগুন লাগে। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। তার আগেই আগুনে মুক্তার পুরো শরীর ঝলসে যায়। প্রতিবেশীরা দ্রুত তাঁকে উপজেলার সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যান। মুক্তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাৎক্ষণিক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত