Ajker Patrika

শ্যালিকার বিয়েতে যাওয়ার পথে ভিমরুলের কামড়ে যুবকের মৃত্যু

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
Thumbnail image

ফরিদপুরের নগরকান্দায় ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে। বাবুল বিশ্বাস ফরিদপুর সদরের কানাইপুর গ্রামের তাকুব্বর বিশ্বাসের ছেলে।

জানা গেছে, বাবুল বিশ্বাস ইজিবাইকযোগে তাঁর শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে নগরকান্দার বনোকগ্রাম নামক স্থানে পৌঁছালে ভিমরুলের আক্রমণের শিকার হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভিমরুলের কামড়ে ইজিবাইকে থাকা আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে মজলিশপুর গ্রামের রাকিব মাতুব্বরকে (৬০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ফারজানা ফিরোজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত