Ajker Patrika

জবিতে ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা, বরাদ্দ বেড়েছে গবেষণায়

জবি প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৩, ১৭: ৩০
জবিতে ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা, বরাদ্দ বেড়েছে গবেষণায়

২০২৩-২৪ অর্থবছরে ১৫১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ বছর বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা। যা মূল বাজেটের ২ দশমিক ১২ শতাংশ। তবে গত অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ গবেষণা খাতে গত বছরের তুলনায় বরাদ্দ ৭২ লাখ টাকা বেড়েছে। 

গতকাল মঙ্গলবার (২৭ জুন) রাতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ হজে থাকায় অর্থ পরিচালক অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীন বাজেট উপস্থাপন করেন। 

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি খাতে। এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ১১৭ কোটি ৬৩ লাখ টাকা; যা মূল বাজেটের ৭৭ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পণ্য-সেবা বাবদ সহায়তা এবং পেনশন খাতে বরাদ্দ যথাক্রমে ২৭ কোটি ৫০ লাখ টাকা ও ৪ কোটি ৭৩ লাখ টাকা। 

এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৭ লাখ, অন্যান্য অনুদানে ১ কোটি ৭ লাখ, যন্ত্রপাতি অনুদানে ১ কোটি ৮৮ লাখ, যানবাহন খাতে ১ কোটি ৩০ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯৫ লাখ ও অন্যান্য মূলধন খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

মোট ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা খরচ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় মোট ৭ কোটি ১ লাখ টাকা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নিট বাজেট ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ টাকা। 

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১২৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল। গত ২২ মে ২০২৩-২৪ অর্থবছরে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত