Ajker Patrika

জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায় চতুর্থ দফায় পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায় চতুর্থ দফায় পেছাল

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের বিষয়ে হাইকোর্টের রায় ঘোষণা চতুর্থ দফায় পিছিয়েছে। 

রোববার জাহাঙ্গীর আলমের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ রায়ের দিন দুই সপ্তাহ পিছিয়েছেন। এই নিয়ে চতুর্থ দফা পেছাল রায় ঘোষণা। 

আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন আইনজীবী বেলায়য়েত হোসেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষে রিট খারিজের জন্য আদালতে আবেদন করেছে। আমরা জবাব দাখিলের জন্য সময় আবেদন করেছি। দুই সপ্তাহ পর বিষয়টি আবার রায়ের জন্য আসবে।’

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। 

এর আগে গত ১৫ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শুরু হয়।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেন গত বছরের ১৪ আগস্ট। রিটে তিনি সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহিদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

তবে জাহাঙ্গীর আলমকে পরবর্তীতে দলে ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ।

২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিপুল ভোটে মেয়র পদে জয়ী হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এবারও স্বতন্ত্র হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে তা বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এখন লড়ছেন তাঁর মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত