Ajker Patrika

বিএসএমএমইউ উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৯: ৪৩
বিএসএমএমইউ উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ

মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া পরিশোধ এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির স্নাতকোত্তর পর্যায়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ের আশ্বাসে তাঁরা কাজে ফিরে গেছেন। 

আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ব্লকের সামনে জড়ো হয়ে বেলা ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিক্ষোভকারীরা জানান, আগামী ১৫ দিনের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতি পালন করা হবে। 

স্নাতকোত্তর পর্যায়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পান। তাঁদের দাবি, ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। শিক্ষার্থীরা কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবিটি জানিয়ে আসছেন। অনাবাসিক শিক্ষার্থীদের ভাতা নয় মাস ধরে বকেয়া। 

বিক্ষোভের একপর্যায়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। কার্যালয়ের ভেতরে তখন উপাচার্য অবস্থান করছিলেন। এ সময় উপাচার্যের পক্ষ থেকে চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করা হলে সরাসরি তাঁরা উপাচার্যের সঙ্গে কথা বলতে চান। দাবি আদায় না হলে সেখানে অবস্থানের ঘোষণা দেন। একপর্যায়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনীর সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

একপর্যায়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। এ সময় প্রতিনিধিরা উপাচার্যকে বলেন, ‘রমজান মাসে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আপনি বলেছিলেন, ১৫ দিনের মধ্যে দাবি পূরণ করা হবে। আমরা আপনার প্রতি সম্মান রেখে কাজে ফিরে গিয়েছি। আমাদের ধৈর্য ধরতে বলেছিলেন, আমরা ধরেছি। কিন্তু এত দিনেও কোনো ফল পাইনি। আগামী ১৫ দিনের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতি পালন করা হবে।’ 

বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবিতে বিএসএমএমইউ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীতএ সময় উপাচার্য বলেন, ‘নন–রেসিডেন্ট এবং রেসিডেন্টদের ভাতা দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর প্রতি তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এখানে যারাই পড়তে আসছে, তাদের চাকরি দেওয়া হয়েছে। টাকা প্রাপ্তি সাপেক্ষে ভাতা পরিশোধ করা হবে। আমি টাকা কালকে পেলে কালকেই দিয়ে দেব। ৩৬ কোটি টাকা লাগে নন রেসিডেন্টদের ভাতা প্রদানে। আমি মন্ত্রী কিংবা সচিবের কাছে যাব তোমাদের দাবি নিয়ে। আমি তো টাকা দিই না, তাহলে আমাকে অবরুদ্ধ কেন।’ 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে বিক্ষোভকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে হই চই শুরু করেন। সাড়ে ১২টার দিকে তাঁদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কক্ষে প্রবেশ করেন। সেখানে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। বেলা দেড়টার দিকে বিক্ষোভকারীরা কাজে ফেরেন। 

উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থী আছেন ৩ হাজার ২৭৬ জন, অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৩১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত