Ajker Patrika

৬০০ কেজি ভেজাল মসলা জব্দ

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা
অভিযানে ইউএনও শবনম শারমিনসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা
অভিযানে ইউএনও শবনম শারমিনসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে হলুদের গুঁড়ার সঙ্গে ধানের তুষ ও চালের গুঁড়া মিশিয়ে ভেজাল মসলা উৎপাদনের সময় ৬০০ কেজি গুঁড়া মসলা ও ভাঙানোর মেশিন (মোটর) জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। জব্দ করা ভেজাল মসলা পরে মেঘনা নদীতে ফেলে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) রাতে শহরের ভৈরব বাজারের গোপাল জিউর মন্দিরসংলগ্ন গণি মিয়ার গলিতে রবিন মিয়ার মসলার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন।

এ অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব থানার পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও শবনম শারমিন বলেন, ‘অভিযোগ পেয়ে মসলা কারখানায় অভিযান চালিয়ে ২৪ বস্তা (৬০০ কেজি) ভেজাল হলুদের গুঁড়া ও মোটর জব্দ করি। এবং কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করি। এ অভিযান খাদ্য ব্যবসায়ীদের জন্য একটি মেসেজ। তারা যেন শিক্ষা নেয় এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন থেকে বিরত থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত