Ajker Patrika

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর: ঢাবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ২১: ০৭
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর: ঢাবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার 

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গত ৩১ অক্টোবর দিবাগত রাতে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিম নাজমুলকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—এই মর্মে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর একটি নোট দেওয়া হয়েছে। তিনি (উপাচার্য) বিষয়টি মার্ক করেছেন। তাঁর (জিম নাজমুল) কারণ দর্শানোর জবাবের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

গত ৩১ অক্টোবর মধ্যরাতে একজন পেশাদার ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ছবি তুলছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী জিম নাজমুল এসে ছবি তোলার বিষয়ে জানতে চাইলে তর্কাতর্কি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে জিমকে চড়-থাপ্পড় মারেন ওই নারী শিক্ষার্থী। পাল্টা চড়-থাপ্পড় মারেন জিমও। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী শিক্ষার্থী। তাঁর অভিযোগের ভিত্তিতে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত