Ajker Patrika

শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে আরও এক হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৪
শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে আরও এক হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রাব্বি মিয়ার মৃত্যুর ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ৬৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি রাখা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

গতকাল বুধবার রাতে নিহতের ভাই অন্তর মিয়া (২৬) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—শামীম ওসমান ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমিরি ওসমান (৪৫), মহানগর আওয়ামী লীগ নেতা শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া (৬২), কাউন্সিলর মতিউর রহমান মতিসহ (৫৫) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মামলায় এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার ১০ তলা এলাকার চারতলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন মো. রাব্বি মিয়া। এ সময় হঠাৎ বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। মামলার ১, ২ ও ৩ নম্বর আসামি অর্থাৎ—শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিন হাজির নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলিতে মো. রাব্বি মিয়া মৃত্যুবরণ করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত