Ajker Patrika

নারায়ণগঞ্জে ৫ খুন: আসামি মাহফুজের মৃত্যুদণ্ড বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জে ৫ খুন: আসামি মাহফুজের মৃত্যুদণ্ড বহাল 

নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় ৫ বছরের শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মাহফুজকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আসির করা আপিল খারিজ করে আজ বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সুজিত চ্যাটার্জি বলেন, আদালত বলেছেন এই আসামি একের পর এক ৫টি খুন করেছে। সে ঠাণ্ডা মাথার খুনি। এ ধরনের আসামিকে অনুকম্পা দেখানোর সুযোগ নেই। তাহলে সমাজে খারাপ বার্তা যাবে। 

এর আগে ২০১৭ সালের ৭ আগস্ট পাঁচ হত্যা মামলার রায়ে একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে। অপরদিকে খালাস চেয়ে আপিল করেন আসামি মাহফুজ।

জানা গেছে, ২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে তার ভাগ্নে মাহফুজসহ তিন জনের নামে মামলা করেন। বিচার শেষে ওই মামলায় একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত