Ajker Patrika

বনানী ক্লাবে ডিবির অভিযান: অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মী আটক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২: ১৬
Thumbnail image

রাজধানীর বনানী ক্লাবে বিএনপির কয়েকটি জেলার নেতা-কর্মীদের এক বৈঠক থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। আটক নেতা-কর্মী বর্তমানে মহানগর গোয়েন্দা কার্যালয়ে আছেন।

জানা গেছে, গতকাল রাত ১টায় দেশের বিভিন্ন জেলার বিএনপির নেতারা বনানী ক্লাবে গোপন বৈঠক করছেন—এমন সংবাদ পেয়ে বনানী ক্লাবে অভিযান চালিয়ে এসব নেতা-কর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে বলেন, একটি উপলক্ষকে কেন্দ্র করে আলোচনা অনুষ্ঠানের দাওয়াতে এসেছিলেন এসব নেতা-কর্মী। সেখান থেকে অন্তত ৫৩ জনকে তুলে নিয়ে গেছে ডিবি।

আটকদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান-শ্রীনগরের মমিন আলী ও আব্দুল কুদ্দুসের নাম জানা গেছে।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও আটকের তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে বনানী ক্লাবে ডিবি অভিযান চালিয়েছে। সেখান থেকে তাঁদের আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত