Ajker Patrika

রামপুরা-আমুলিয়া-ডেমরা সড়ক এক্সপ্রেসওয়েতে উন্নীত করতে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ০৭
রামপুরা-আমুলিয়া-ডেমরা সড়ক এক্সপ্রেসওয়েতে উন্নীত করতে চুক্তি

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় হাতিরঝিল-রামপুরা-বনশ্রী-আমুলিয়া-ডেমরা পর্যন্ত প্রায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ককে চার লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করা হবে। এই সড়ক চার লেনে উন্নীত করার জন্য কনসোর্টিয়াম অব চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসিএল) এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) সঙ্গে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 

আজ রোববার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর এবং প্রকল্পে বিনিয়োগের সহযোগী সংস্থা চীনা কনসোর্টিয়ামের পক্ষে ফ্যাং মিং। 

এই প্রকল্পে চায়না কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড ও চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের কনসোর্টিয়াম ২ হাজার ৯৪ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ১ হাজার ২০৯ কোটি টাকা বিনিয়োগ করবে। এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে দিতে হবে টোল। ২০২৬  সালে শেষ হবে প্রকল্পের কাজ। প্রায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার এক্সপ্রেসওয়ের ৯ দশমিক ৫০ কিলোমিটার হবে এলিভেটেড। এটি বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সড়ক যোগাযোগের জন্য নতুন প্রবেশপথ হিসেবে কাজ করবে। 

রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়কটি পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণের জন্য ২০১৫ সালে পিপিপি প্রস্তাবনা তৈরি করা হয়। প্রস্তাবটি যাচাই করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ ২০১৫ সালের ১ নভেম্বর  অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের জন্য পাঠানোর বিষয়ে অনাপত্তি দেয়। পিপিপি প্রকল্পটি ২০১৬ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক নীতিগত অনুমোদিত হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুরসহ আরও অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত